Wednesday, November 12, 2025

অন্য প্রতিনিধিতে কেন্দ্রের আপত্তি, নীতি আয়োগের বৈঠকে ‘ব্রাত্য’ বাংলা

Date:

কেন্দ্রের ডাকা নীতি আয়োগের(Niti ayog) বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) থাকবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আগেই। মুখ্যমন্ত্রীর(Chief Minister) বিকল্প হিসেবে ৩ জনের নাম প্রস্তাব করেছিল রাজ্য সরকার(State Govt)। তবে কেন্দ্রের আপত্তিতে এই বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলার কোনও প্রতিনিধি। ফলে বাংলাকে বাদ রেখেই হচ্ছে নীতি আয়োগের বৈঠক।

আগামী ২৭ মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে হতে চলেছে নীতি আয়োগের বৈঠক। যেখানে বাংলার মুখ্যমন্ত্রীরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলার প্রতিনিধি হিসাবে তিনজনের নাম প্রস্তাব করা হয়। কেন্দ্রকে জানানো হয়, মুখ্যমন্ত্রীর বদলে ওই বৈঠকে যোগ দেবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বিকল্প হিসাবে অর্থ সচিব মনোজ পন্থের নামও পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের তরফে তিনজনের নামেই আপত্তি জানানো হয়েছে। ফলে বাংলা থেকে নীতি আয়োগের বৈঠকে কোনও প্রতিনিধি থাকতে পারছেন না। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের শাসকদল তৃণমূল।

তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবেই রাজ্যের প্রতিনিধিদের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ দিল না কেন্দ্র। এ প্রসঙ্গে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “রাজ্যের তরফে মুখ্যমন্ত্রীর বিকল্প হিসাবে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। আমার নামও ছিল। কিন্তু ওরা জানিয়েছে, যেহেতু শুধু মুখ্যমন্ত্রীই নীতি আয়োগের সদস্য, তাই এই বৈঠকে অন্যদের অনুমতি দেওয়ার ক্ষেত্রে জটিলতা আছে।”

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version