Friday, November 14, 2025

পরিবেশ বান্ধব সবুজ বা.জির উৎপাদনে জোর! শীঘ্রই বিশেষ পোর্টাল চালুর ভাবনা রাজ্যের  

Date:

রাজ্যে পরিবেশ বান্ধব সবুজ বাজির (Green Crackers) উৎপাদনে উৎসাহ দিতে ইতিমধ্যে ‘এক জানালা’ নীতি চালু করছে রাজ্য সরকার (West Bengal Govt)। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর পরিবেশ বান্ধব বাজি তৈরির জন্য আবেদন ও তার নিষ্পত্তির জন্য ওই বিশেষ পোর্টাল (Portal) চালু করছে বলে খবর। জানা গিয়েছে, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রয়োজনীয় ছাড়পত্রের জন্যও ওই পোর্টাল থেকেই আবেদন জানাতে পারবেন। আগামী দু’সপ্তাহের মধ্যেই ওই পোর্টাল চালু হয়ে যাবে বলে খবর। পরে তা ‘শিল্প সাথী’ পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে বলে সরকারি সূত্রে খবর।

পাশাপাশি সবুজ বাজি উৎপাদনকারীদের লাইসেন্স পাওয়ার শর্তাবলী স্থির করতে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি (SOP) তৈরির কাজ শুরু করেছে। যা সমস্ত জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে খবর। উল্লেখ্য, গত শুক্রবারই নবান্নে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwedi)। সেখানে জেলাশাসকদের স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে বাজি কারখানা তৈরি করার আগে বাধ্যতামূলকভাবে এক্সপ্লোসিভ এবং ফায়ার লাইসেন্স নিতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণের শংসাপত্রও বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যেসব গুদামে বাজি মজুত থাকবে, তার জন্যও নিতে হবে লাইসেন্স। তবে যে বাজিগুলি তৈরি হবে সেগুলি আগেভাগে পরীক্ষা করে দেখার কথাও ভাবছে রাজ্য সরকার।

এদিকে বাজি কারখানাগুলির ক্লাস্টার তৈরি করার জন্য বেসরকারি উদ্যোগপতিরাও রীতিমতো উৎসাহ দেখাচ্ছেন। লোকালয় থেকে দূরে ক্লাস্টার নির্মাণের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version