Monday, November 10, 2025

অবকাশে পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!

Date:

কলকাতা হাই কোর্টে এখন গ্রীষ্মাবকাশ। সেই অবকাশে নিজেদের শখ মেটাচ্ছেন বিচারপতিরা। কেউ বেড়াচ্ছেন, কেউ পড়ছেন বই। রাজ্য রাজনীতি বিশেষ করে আদালত কেন্দ্রীয় খবরে এখন সবচেয়ে চর্চিত নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তাঁর অবকাশ কাটছে কী ভাবে? খবর, তিনি নাকি পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ে গরমের ছুটি কাটাচ্ছেন! এতটুকু পড়ে যাঁরা খুব অবাক হলেন, তাঁদের জানাই পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই বিচারপতি গঙ্গোপাধ্যায় পড়ছেন ঠিকই, তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী নন, সমাজবিজ্ঞানী তথা অধ্যাপক।

আদালতে গরমের ছুটি চলছে। সেই কারণে আদালতে যাওয়ার তাড়া নেই। একটু বেলা করেই না কি ঘুম ভাঙছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শরীরচর্চায় তাঁর উৎসাহ নেই। সকালে ৮টায় উঠে চা, সঙ্গে সামান্য জলখাবার। চলেছে খবরের কাগজের পাতায় চোখ বোলানো। গান শুনছেন তিনি। তবে, হালফিলের গান নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গানের তালিকায় রয়েছে রবীন্দ্রসংগীত বা স্বর্ণযুগের বাংলা গান। আর তাঁর পছন্দের তালিকায় রয়েছে বই। এই গরমের ছুটি কাটাচ্ছেন ড. পার্থ চট্টোপাধ্যায়ের বই পড়ে তিনি। ভাওয়াল রাজার ইতিহাস অবলম্বনে পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ‘এ প্রিন্সলি ইমপস্টার’ পড়ছেন তিনি। রোজ মোটামুটি ২০ পাতা করে পড়ছেন। ছুটির আগেই তাঁর বইটি শেষ করার টার্গেট রয়েছে। তবে, শুধু বই পড়া বা গান শোনা নয়, সন্ধেয় পুরনো বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে আড্ডাও দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- কনভয়ে হা.মলা! ঝাড়গ্রাম থেকে ওড়িশা যাওয়ার পথে আটক কুড়মি নেতা রাজেশ মাহাত

 

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version