ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতি ও তরুণকে খুনের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতী দমনে জিরো টলারেন্সের বার্তা দিলেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁর নির্দেশ, পুলিশ (Police) ভুল করলে আমাকে জানান।
শুক্রবার কামারহাটিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ। সেখান ব্যারাকপুরে সোনার দোকানে শুটআউটের ঘটনা নিয়ে তিনি বলেন, “তিন বছর আগে মনীশ শুক্লা খুন হয়েছিলেন। সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। আমি মনে করি পুলিশ ভালো কাজ করার চেষ্টা করছে।“ কিছু পুলিশ অফিসারের কাজে নিয়ে অসন্তুষ্ট বলে জানিয়ে তৃণমূল সাংসদ বলেন, “তবে সবাই খারাপ নয়। পুলিশ যদি কোনও ভুল করে তাহলে আমাকে জানান। থানার আইসি কাজ না করলে আমাকে জানান। আমি কমিশনারকে বলব। কমিশনার যদি কাজ না করে আমাকে জানান, আমি মুখ্যমন্ত্রীকে বলব।“
অর্থাৎ সৌগত স্পষ্ট করে দেন যে অপরাধ দমনে কড়া প্রশাসন। মুখ্যমন্ত্রী এবং জনপ্রতিনিধি হিসেবে তাঁরাও সব বিষয়ে নজর রাখছেন। কোনও অভিযোগ পেলে দ্রুত তার ব্যবস্থা করা হবে।