Monday, August 25, 2025

আগামী ২৮ মে অর্থাৎ রবিবার নতুন সংসদ ভবন(New Parliament House) উদ্বোধন করতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। উদ্বোধনের একদিন আগে নতুন সংসদ ভবন নিয়ে টুইটে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। জানালেন, নতুন সংসদ ভবনের জন্য দেশবাসীর ‘আত্মা গর্বিত’। শনিবার টুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “নতুন সংসদ ভবন জনগণের আকাঙ্খা পূরণ করেছে। অনেকেই সোশাল মিডিয়ায় #MyParliamentMyPride প্রচার চালিয়েছেন। বহু মানুষের আবেগঘন কণ্ঠস্বর শুনতে পেয়েছি। জাতির গর্বের কথা তুলে ধরেছেন তাঁরা।”

বর্তমানে যে সংসদ ভবনে জনপ্রতিনিধিরা বসেন, তার পাশেই নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ত্রিভুজাকৃতি চারতলা এই বিল্ডিং প্রায় ৬৫ হাজার বর্গ কিলোমিটার জমির উপর গড়ে উঠেছে। এর মোট তিনটি দরজা রয়েছে। এগুলি হল জ্ঞানদ্বার, শক্তিদ্বার ও কর্মদ্বার। নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি ছাড়াও যোগ দেবে ২৫টি রাজনৈতিক দল। এর মধ্যে ১৮টি দল গেরুয়া শিবিরের নেতৃত্বাধীন NDA জোটে রয়েছে। অন্যদিকে এই অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস-সহ ২০টি পার্টি। বরকট করা দলগুলির তালিকায় রয়েছে তৃণমূল, AAP, NCP, CPI, CPM ও সমাজবাদী পার্টি।

 

জানা গিয়েছে, রবিবার দুপুরে নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর পাশাপাশি উপস্থিত থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ আরও অনেকে। ইতিমধ্যেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া এই সংসদ ভবনের অন্দরসজ্জার ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন। পাশাপাশি দেশবাসীকে একটি টাস্ক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জনগণকে এই ভিডিয়োটি শেয়ার করতে বলেন তিনি। পাশাপাশি ভিডিয়োর সঙ্গে ভয়েস ওভার যোগ করার পরামর্শ দেন নমো। যাঁর ভয়েস ওভার সবচেয়ে ভালো হবে, তাঁর কণ্ঠস্বর নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করবেন বলেও উল্লেখ করেন তিনি। এই ইস্যুতেই এদিন দেশবাসীর উৎসাহের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version