অভিষেকের কনভয়ে হা.মলার জের! অ.ভিযুক্তদের পুলিশি হে.ফাজতের নির্দেশ আদালতের

শুক্রবার সন্ধ্যায় গড় শালবনি এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আসার আগে থেকেই এলাকায় বিক্ষোভে সামিল হন কুড়মি সমাজের মানুষেরা। ৫ নম্বর জাতীয় সড়কের উপরেও চলে অবরোধ।

ঝাড়গ্রামে (Jhargram) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে (Convoy) হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। জানা গিয়েছে, ভারতীয় দন্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট সহ আরও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি শুক্রবার সন্ধ্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এদিনই তাঁদের ঝাড়গ্রাম জেলা আদালতে (Court) তোলা হয়। অভিযুক্ত চারজনকেই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় গড় শালবনি এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আসার আগে থেকেই এলাকায় বিক্ষোভে সামিল হন কুড়মি সমাজের মানুষেরা। ৫ নম্বর জাতীয় সড়কের উপরেও চলে অবরোধ। এদিকে এরইমধ্যে অভিষেকের কনভয় আসতেই হামলার অভিযোগ ওঠে। কনভয়ে থাকা মন্ত্রী বীরবাহা হাঁসদার (Virbaha Hansda) গাড়িতেও ভাংচুর চালানো হয়। তবে শুধু মন্ত্রীর গাড়ি নয়, কনভয়ে থাকা আরও একাধিক গাড়ির উপর হামলা হয় বলে খবর। পাশাপাশি লাথি মারার অভিযোগ উঠেছে কনভয়ে থাকা তৃণমূল কর্মীদের উপরেও।

এদিকে ঘটনার পরেই কড়া প্রতিক্রিয়া দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। কোনও কুড়মি নেতাকে রেহাত করা হবে না বলেই সাফ জানান তিনি। এদিকে ঘটনার জেরে শুক্রবার রাতেই রাজ্যের মুখ্যসচিব, ডিজির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের পুলিশ সুপারের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় নবান্ন। এরপর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

Previous articleনয়া সংসদ ভবন উদ্বোধনের আগে দেশবাসীকে টুইটবার্তা মোদির
Next articleকনভয়ে হা.মলা! ঝাড়গ্রাম থেকে ওড়িশা যাওয়ার পথে আটক কুড়মি নেতা রাজেশ মাহাত