হাই কোর্টের নির্দেশে দাড়িভিটায় শুরু NIA তদন্ত

দাড়িভিটে গুলিকাণ্ডে তদন্তে ইসলামপুরে গেল এনআইএ-এর তদন্তকারী দল। শনিবার, দাড়িভিটা কাণ্ডে মৃত রাজেশ সরকার (Rajesh Sarkar) ও তাপস বর্মনের (Tapash Barman) স্কুলচত্বরে যান তদন্তকারীরা। সেখান থেকে নথি সংগ্রহ করেন। খুব অল্প সময়ই ছিলেন তাঁরা।

২০১৮-র সেপ্টেম্বরে শিক্ষক নিয়োগ নিয়ে অশান্তিতে পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের। সেই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের নির্দেশ মতো ঘটনার প্রায় পাঁচবছর পরে তদন্ত শুরু করল এনআইএ। শনিবার, এনআইএ-র পাঁচ সদস্যের তদন্তকারী দল দাড়িভিটে যায়। মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনের সঙ্গে কথা বলেন দলের সদস্যরা। এলাকা তারা ঘুরে দেখেন। বেশ কিছুক্ষণ দাড়িভিটে থেকে এলাকা ছাড়ে তদন্তকারী দল।

আরও পড়ুন- চলবে মেরামতির কাজ! শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল

 

Previous articleশুভমনের প্রশংসায় গাভাস্কর, ফাইনালে একাধিক রেকর্ডর সামনে গিল
Next articleনয়া সংসদ ভবন উদ্বোধনের আগে দেশবাসীকে টুইটবার্তা মোদির