Monday, May 5, 2025

‘বেঁচে থাকুক স্বপ্ন’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

স্বপ্ন দেখো আর স্বপ্ন দেখাও
স্বপ্ন দেখার গান তুমি শোনাও
স্বপ্ন জরুরি খুবই
স্বপ্নই লক্ষ্য আনে
স্বপ্ন বাঁচিয়ে রেখো
স্বপ্ন গন্তব্য জানে
তোমাকে ভালোবেসে
পথ চেনায় ।

জিতে ‘ ধরাকে সরা ‘
হেরে মরমে মরা
দম্ভে আকাশে ওড়া
সহসা ভেঙে পড়া
এসবই সাময়িক
স্বপ্ন চিরকালীন
তোমাকে অন্য পৃথিবী দেখায়।

গড়েও ভেঙে ফেলা
ভেঙে আবার গড়া
বেঁচে থাকার মানে
হাজারো ওঠাপড়া
সবই নিয়মে বাঁধা
স্বপ্ন চিরস্বাধীন
তোমাকে আগামীর
বার্তা শোনায় ।।

স্বপ্ন ছাড়া বাঁচে না মানুষ । মহাসুখে মহানন্দে বেঁচে থাকার স্বপ্ন । সন্তানকে চিরদিন ‘ দুধেভাতে ‘ রাখার স্বপ্ন । অনন্ত না হোক , অন্তত পরিপূর্ণ আয়ুর স্বপ্ন । দিবাস্বপ্ন , ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন । স্বপ্নই সমস্ত সৃষ্টির উৎস । ক্ষয়হীন , মৃত্যুহীন । স্বপ্ন ঘুমে ও জাগরণে । জাগরণে যে স্বপ্ন মানুষ দেখে তার উৎস আশা ।
মানুষের অন্তহীন আশাবাদ । এই স্বপ্ন যেহেতু জেগে থেকেও দেখা যায় , তাই জাগরণের স্বপ্নের প্রায় সবটাই মানুষের ইচ্ছাধীন । কিন্তু ঘুমের মধ্যে যে স্বপ্ন আসে ? সেখানে মানুষের নিয়ন্ত্রণ কোথায় ? অনন্ত রহস্যে ঘেরা সেই স্বপ্নের আনাগোনা নিয়ে মানুষের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই । কেন স্বপ্ন দেখে মানুষ ?
কেন ঘুমের মধ্যে স্বপ্ন আসে ? কেনই বা আসে দুঃস্বপ্ন ? এ ব্যাপারে বিজ্ঞান কী ব্যাখ্যা দেয় ?

‘ স্বপ্নে আমার মনে হলো , কখন ঘা দিলে আমার দ্বারে হায় ‘ ।
ঘুমের ঘোরে আচ্ছন্ন মানুষের অবচেতনে স্বপ্ন আসে । ঘুম তো সাময়িক মৃত্যু । তখন চেতনার দ্বার বন্ধ । সেই বন্ধ দরজায় কে বা কারা ধাক্কা দিয়ে যায় তার হদিস পাওয়া মানুষের সাধ্যাতীত । কিছু কিছু স্বপ্ন মনে থাকে । কিন্তু বেশিরভাগই মনে থাকে না ।
‘ স্বপ্নে আমার মনে হলো ‘ , এই মনে হওয়াটুকুই ভরসা ।

স্বপ্নের কত যে রকমফের ! ভালো স্বপ্ন , খারাপ স্বপ্ন , মিষ্টি স্বপ্ন , দুঃস্বপ্ন , আরও কত কি । এখানেই প্রশ্ন আসে , ‘ স্বপ্ন ‘ কী ? স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা , যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনে অনুভব করে থাকে । ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সেগুলো সত্যি বলে মনে হয় ।

অধিকাংশ সময় দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করেছে ব’লে মনে করতে থাকে । প্রচলিত ধারণা অনুযায়ী ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় । যদিও এই ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই । তবুও , ভোরে শুভ স্বপ্ন দেখলে মানুষ সারাদিন নিশ্চিন্ত আনন্দে কাটায় । আবার ভোরে কোনো খারাপ স্বপ্ন অর্থাৎ দু্ঃস্বপ্ন দেখলে সারাটা দিন কাটে উদ্বেগ ও উৎকণ্ঠায় , দুশ্চিন্তায় ।

বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড স্বপ্নের বিশ্লেষণ করেছেন । স্বপ্ন নিয়ে তিনি বিস্তর গবেষণা করেছেন । তাঁর মতে , স্বপ্নের মাধ্যমে আমাদের অবচেতন মনই আসলে কথা বলে আমাদের সঙ্গে । আমাদের স্বাভাবিক জীবনে যেসব আকাঙ্ক্ষা , তাড়না , অনুভূতি ও চিন্তা আমরা প্রকাশ করতে পারি না , ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে সেসব প্রকাশ পায় । তাঁর বিখ্যাত বই , ‘ দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ‘ সাইকো অ্যানালিসিস
বা মনোসমীক্ষণ তথা স্বপ্নের স্বরূপ সন্ধানের ক্ষেত্রে এক মাইলফলক হয়ে আছে । সাইকো অ্যানালিসিস নিয়ে ফ্রয়েড তাঁর কাজ শুরু করেন ১৮৯০ সালে । মানবদেহের ক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞান যে কাজটা করেছে , মানুষের মনোজগৎ বুঝতে অনেকটা সেরকম একটা বৈজ্ঞানিক পদ্ধতি তিনি তিনি গড়ে তুলতে চাইছিলেন । এই ভাবনা থেকেই তার রচনা , ‘ দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ‘ ।

এখানেই তিনি লিখেছেন , মানুষের অবচেতন মনের প্রতিফলন হচ্ছে স্বপ্ন । স্বপ্ন মনে রাখা মানুষের ইচ্ছাধীন নয় । মনে থাকতে পারে , আবার মনে না থাকতেও পারে । স্বপ্নকে অবিকল বর্ণনা করা ভীষণ কঠিন । কারণ , স্বপ্নের সাধারণত কোনো ধারাবাহিকতা থাকে না । স্বপ্ন অসংলগ্ন , এর মধ্যে অনেক অপ্রত্যাশিত ব্যাপার থাকে ।

নিজের দেখা একটি স্বপ্নের বর্ণনা এক সাক্ষাৎকারে অবিকল দেওয়ার চেষ্টা করেছিলেন ফ্রয়েড । স্বপ্নটি এইরকম :
‘ আমার গায়ে ঠিকমতো কাপড়চোপড় নেই । নীচতলার ফ্ল্যাট থেকে সিঁড়ি বেয়ে আমি ওপরতলার ফ্ল্যাটে যাচ্ছিলাম । উপরে ওঠার সময় আমি একেকবারে তিনটে করে সিঁড়ির ধাপ টপকাচ্ছিলাম । এত দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে পেরে আমি ভীষণ খুশি । হঠাৎ খেয়াল করলাম , একটা কাজের মেয়ে সিঁড়ি ভেঙে নীচে নামছে , অর্থাৎ আমার দিকে ।

আমি খুব লজ্জা পেলাম এবং তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করলাম ।‌ কিন্তু এরপরই আমার মনে হলো আমি যেন থমকে গেছি , আমি যে আঠার মতো আটকে আছি সিঁড়ির সঙ্গে , সেখান থেকে নড়ার শক্তি আমার নেই । ‘

স্বপ্নে চোরডাকাত , ধর্ষক থেকে শুরু করে সাপ , ষাঁড় , গরু , ছাগল , মহিষ , বাছুর , বাঘ , ভূত , জীবিত ও মৃত প্রিয়জন অথবা শত্রু , পাহাড় , নদী ও সমুদ্র , কী না দেখে মানুষ ! হাজার স্বপ্নের হাজারো ব্যাখ্যা । ভালো , খারাপ , শুভ , অশুভ , প্রথম রাতের স্বপ্ন , শেষ রাতের স্বপ্ন , মাঝরাতের স্বপ্ন , ভোরবেলার স্বপ্ন ইত্যাদি নানা সময়ের ও নানা ধরনের স্বপ্ন নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে মানবসমাজে । সাপের স্বপ্ন কেউ বলেন শুভ , আবার কেউ বলেন অশুভ । ষাঁড়ের স্বপ্নে সমাগত মৃত্যুর আশঙ্কা করা হয় । ভোরের স্বপ্নে ধনরত্ন ও সম্পত্তি প্রাপ্তি এবং সব পেয়েছির কল্পনার মধ্যেও আসন্ন ক্ষতির কালো মেঘ দেখতে পান কেউ কেউ । দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যাক আর না-ই যাক , স্বপ্নে যদি কারো দাঁত ভেঙে যায় , তবে এটি শুভ লক্ষণ বলে ধরা হয় । স্বপ্নে কোনো কিছু গ্রহণ বা দান , দু’টিকেই শুভ বলে মনে করা হয় । আসলে স্বপ্নের ফলাফল নিয়ে সাধারণ মানুষের বিচারে বিজ্ঞানের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ব্যক্তিগত বিশ্বাসে । স্বপ্নের মনোস্তাত্তিক বিশ্লেষণ , বিশেষ করে যে ব্যক্তি দেখছেন তাঁর সামাজিক , অর্থনৈতিক ও ব্যক্তিগত অবস্থান ইত্যাদি অনেক কিছুই তাঁর দেখা স্বপ্নের নির্দিষ্ট বিষয়টি ব্যাখ্যা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । এর সঙ্গে অবচেতন মনের প্রভাব তো আছেই । পরিশেষে এটাই বলা যেতে পারে যে , স্বপ্নের আনাগোনা চলতে থাকুক অনন্তকাল ।‌ মনে রাখতে হবে , স্বপ্ন কিন্তু নিদ্রাহীনতার কাছ ঘেঁষে না । অতএব মানুষের ভালো ঘুম হোক এবং নিয়মিত স্বপ্ন দেখার অভ্যাস বজায় থাকুক । স্বপ্নের হাত ধ’রে কড়ি ও কোমলে বাঁচুক মানুষ ।

আরও পড়ুন- চেয়ার ঢাকা ত্রিপলে! মালদহে হাটবারেও ভরল না শুভেন্দুর সভা, তীব্র কটাক্ষ তৃণমূলের

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...