Tuesday, December 23, 2025

বিগত ৯ বছর ধরে সংসদকে লাগাতার অ.পমান! তৃণমূলের প্রশ্নবা.ণে বি.দ্ধ মোদি

Date:

Share post:

প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার সাতসকালেই ‘নিজের স্বপ্ন’ বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের ২১টি মুখ্য বিরোধী দলের অনুপস্থিতিতেই ‘রাজদণ্ড’ সেঙ্গোল উঠল বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রশাসনিক প্রধানের হাতে। এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় দেশের নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধনের তোড়জোড়। সংসদের সচিবালয়ে শুরু হয়ে যায় নানা অনুষ্ঠান ও প্রার্থনা। নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিকে উদ্বোধন নিয়ে বিতর্ক তুঙ্গে। বিরোধীরা নানা ভাবে কটাক্ষ করেছে নতুন সংসদ ভবন নিয়ে। কিন্তু রবিবাসরীয় সকালে তৃণমূল কংগ্রেসের (TMC) খোঁচা ঘিরে বিতর্ক তুঙ্গে। নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ‘আমি শুধু নিজেকেই ভালোবাসি দিবস’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien)।

ডেরেক এদিন আরও বলেন, কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার বিগত ৯ বছর ধরে সংসদকে অপমান করে চলেছেন তার কিছু নিদর্শন এদিন তুলে ধরেন ডেরেক।

মোদিকে প্রশ্নবাণ ডেরেকের

প্রধানমন্ত্রী সংসদে একটি প্রশ্নএরও উত্তর দেননি।

সংসদীয় কমিটি দ্বারা যাচাই করা বিলের সংখ্যা আগের ১০টি বিলের মধ্যে ৭টি থেকে কমে এখন ১০টি বিলের মধ্যে মাত্র একটিতে এসে ঠেকেছে।

মোদি সরকারের জারি করা অধ্যাদেশের সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

নির্ধারিত তারিখের আগেই সংসদের আটটি অধিবেশন স্থগিত করা হয়েছে।

বিরোধী দলের সদস্যদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে

চার বছর হয়ে গেল, কিন্তু লোকসভায় এখনও ডেপুটি স্পিকার নেই।

তবে শুধু এখানেই থেমে থাকেননি ডেরেক। তিনি প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের কাছে অনুরোধ করেন, আমাদের মহান সংসদীয় গণতন্ত্রকে ‘অবমূল্যায়ন’ করা বন্ধ করুন।

উল্লেখ্য, রবিবার সকালে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দিয়ে উদ্বোধন শুরু হয়। সর্বধর্ম প্রার্থনাও হয়। সেঙ্গল প্রতিষ্ঠিত করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা হাজির ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও।

 

 

spot_img

Related articles

রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

ধর্মের নামে পেটে লাথি। আরএসএস-এর তরফ থেকে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চাপ যত বাড়ানো হচ্ছে তত বিজেপি শাসিত...

হামলার প্রতিবাদে সুরের মিছিল: গানে গানে ছায়ানটের জবাব

বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট সম্প্রতি এক ভয়াবহ হামলার শিকার হয়েছে। হাদির মৃত্যুর ঘটনার সঙ্গে...

জেলা থেকে রেশন দোকান! চার ধাপে নজরদারির পথে রাজ্য

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরও জোরদার করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সরকারি গণবণ্টন ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে...

পর্যটন প্রচারে নয়া উদ্যোগ! শীতের আমেজে শুরু ঝাড়গ্রাম উৎসব 

শীতের আমেজে উৎসবমুখর ঝাড়গ্রাম। পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। কুমুদ...