ভ*য়াবহ তুষারধস পাকিস্তানে! অন্তত ১০ জনের মৃ*ত্যু, আ*হত আরও অনেকে

পাকিস্তানে ভয়াবহ তুষারধসে মৃত্যু হল তিন মহিলা সহ কমপক্ষে ১০জনের। বরফের নীচে চাপা পড়েছেন আরও অন্তত ২৫ জন। তাঁদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:আর্থিক সঙ্কটের মাঝেই বেলাগাম জনসংখ্যা বৃদ্ধি পাকিস্তানে, চিন্তা বাড়ছে শাহবাজের

শনিবার পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তান প্রদেশে আচমকাই ধস নামে। বরফের চাঁই ভেঙে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যায় নীচের দিকে। আচমকাই দুর্যোগের কবলে পড়েন বহু মানুষ। বরফের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১০ জনের।
হিমালয়ের বুকে পাকিস্তানের একেবারে উত্তর পূর্ব কোণে ভারত সীমান্তের গা ঘেঁষে গিলগিট-বাল্টিস্তানে তুষারে ঢেকেই থাকে।শনিবার আচমকাই ধস নামে। খবর পেতেই ছুটে যান স্থানীয়রা। উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। পরে অবশ্য ছুটে আসেন সেনা জওয়ানরাও।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আরও কেউ সেখানে আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুইট করে জানিয়েছেন, ঘন ঘন আবহাওয়ার পরিবর্তনের জন্য দেশে এই ধরনের বিপর্যয় নেমে আসছে।

 

Previous articleযোগীরাজ্যে ছাত্রীকে গণধ*র্ষণের পর ছাদ থেকে ফেলে খু*ন
Next articleআজ আইপিএল মহারণ, ফাইনালে চেন্নাই-গুজরাত