ফের নজির গড়লেন বাংলার মেহুলি ঘোষ। নয়াদিল্লিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুটিংয়ে জোড়া সোনার পদক জিতলেন তিনি। অ্যাডামাস ইউনিভার্সিটির হয়ে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে সোনা জয় করেছেন মেহুলি। এই বিভাগে মেহুলির সঙ্গে সোনার পদক জয় করেছেন অর্নিশা চৌধুরী এবং স্বর্ণালী রায়।

দলগত বিভাগ ছাড়াও ব্যাক্তিগত বিভাগেও সোনা জয় করেন মেহুলি। এই ইভেন্টেরই ব্যাক্তিগত বিভাগে মেহুলি সোনার পদক জয় করেন নর্মদা নীতিনকে হারিয়ে। এই মুহূর্তে হায়দরাবাদের গগন নারাংয়ের অ্যাকাডেমিতে প্রস্তুতি নিচ্ছেন মেহুলি। আগামী মাসে ফ্রান্সে যাবেন অলিম্পিক্সের প্রস্তুতি নিতে।
নয়াদিল্লি, লখনৌ, বারানসী, গ্রেটার নয়ডা, গোরখপুর মিলিয়ে চলছে খেলো ইন্ডিয়ার এই গেমস। এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন ২০৫ ইউনিভার্সিটি। অ্যাডামাসের হয়ে শুধু মেহুলি নন, সাফল্য পেয়েছেন মুনমুন কুন্ডু, দীপান্বিতা বসু, শ্রেয়া ঘোষ এবং অনন্য সাঁতরারা। টেবিল টেনিসে রুপোর পদক জয় করেন তিনি। রুপোর পদক জয় করেন অ্যাডামাসের ভলিবল টিমও।

আরও পড়ুন:IPL-এর ফাইনালে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস, খেলা না হলে কারা হবে চ্যাম্পিয়ন?

