Tuesday, November 11, 2025

শাহ সফরের আগে অত্যাধুনিক অস্ত্র-সহ মণিপুরে গ্রেফতার ২৫

Date:

অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার ৪ দিনের সফরে ইম্ফল যাচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তবে তাঁর সফরের আগেই মণিপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার(Arrest) হল ২৫ জনকে। সেনা সূত্রে জানা গিয়েছে, মণিপুরে(Monipur) সেনার চেকপোস্ট থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় দুষ্কৃতীদের। জানা যাচ্ছে, সেনার উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ওই দুষ্কৃতীরা।

“ইম্ফলের পূর্ব প্রান্তের পার্বত্য এলাকায় একাধিক জায়গায় সাধারণ মানুষের বাড়িতে অগ্নি সংযোগ ও হামলার ঘটনার পর ২৮ মে থেকে একাধিক জায়গায় চেক পোস্টের পাশাপাশি শুরু হয় সেনার টহলদারি। সেই চেকপোস্ট থেকেই গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে অস্ত্র সহ গ্রেফতার করা হয় ২৫ জনকে। সেনার দাবি, অপরাধীদের কাছে রীতিমতো যুদ্ধ চালানোর মত অস্ত্র মজুত ছিল। উদ্ধার হওয়ার অস্ত্রের তালিকায় রয়েছে, ৫ টি ১২ বোরের ডবল ব্যারেল রাইফেল, ৩ টি সিঙ্গেল ব্যারেল রাইফেল, এছাড়া আরও একাধিক অস্ত্রসস্ত্র ও গ্রেনেড। সবমিলিয়ে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের জেরে এড়ানো গিয়েছে বহু প্রাণহানি।

এদিকে লাগাতার হিংসায় উত্তাল মণিপুরের পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মিথ্যা খবর, গুজব বা ভুল তথ্য তৈরি বা ছড়ায় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তা সে মণিপুরের ভেতরেই হোক বা বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হোক। ভুয়ো খবর ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও মণিপুরের বর্তমান পরিস্থিতি বিচার করে ফের কার্ফু জারি করা হয়েছে ইম্ফলে।

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version