Tuesday, November 4, 2025

Karnataka: দাদুকে মন্ত্রী করার কা.তর আর্জি! রাহুলকে চিঠি কংগ্রেস নেতার ছোট্ট নাতনির

Date:

Share post:

দিনকয়েক আগেই কর্নাটকের (Karnataka) মসনদে বসেছে কংগ্রেস (Congress)। বিজেপিকে কণ্ণড়ভূম থেকে ক্ষমতাচ্যুত করার পর কর্নাটকের দায়িত্ব ফের হাতে পেয়েছে কংগ্রেস। এদিকে কর্নাটকে বড় ব্যবধানে জয়ের পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন সিদ্দারামাইয়া (Siddaramaiah) নাকি ডিকে শিবকুমার (DK shivkumar)? তা নিয়ে বেশ বেগ পেতে হয় কংগ্রেসের হাইকম্যান্ডকে। তবে শেষ হাসি হাসেন সিদ্দারামাইয়াই। এরপরই ধীরে ধীরে মন্ত্রিসভা গঠন করা হয়। শপথ নেন মন্ত্রীসভার সদস্যরা। তবে এবার নিজের দাদুর মন্ত্রিত্বের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে আর্জি জানাল একরত্তি। রবিবার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন করা হয়েছে। কিন্তু তাতে ঠাঁই পাননি বর্ষীয়ান বিধায়ক টিবি জয়চন্দ্র (TB Jaichandra)। তা নিয়ে আগেভাগে ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। এই অবস্থায় দাদুকে শান্ত করতে বড় পদক্ষেপ নাতনির। আর এমন খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, কর্নাটকের প্রাক্তন মন্ত্রী টিবি জয়চন্দ্রের নাতনি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) লেখা তার চিঠিতে জানিয়েছে, প্রিয় রাহুল গান্ধী, আমি টিবি জয়চন্দ্রের নাতনি। আমার দাদুকে মন্ত্রী করা হয়নি। ফলে আমি খুব বিরক্ত। তাঁকে মন্ত্রী করা হোক, কারণ তিনি পরিশ্রমী, মানুষকে ভালোবাসেন আর সকলকে সাহায্য করেন। তাই তাঁকে মন্ত্রী করে দেওয়া হোক। তবে সাত বছর বয়সী ছোট্ট মেয়ের এই চিঠি দেশের রাজনৈতিতে বর্তমানে বহুল চর্চিত। জয়চন্দ্রের ছেলে সন্দীপ টিজে জানিয়েছেন, যখন আমার মেয়ে জানতে পারে ওর দাদুকে মন্ত্রী করা হয়নি তখনই রাগ হয় একরত্তির। আমরা তখন টিভি দেখছিলাম। আর খবরটি দেখার পরই কাঁদতে থাকে সে। তাকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। তখনই ওকে বোঝান হয় রাহুল গান্ধীকে চিঠি লিখতে। আর তারপরই সরাসরি কংগ্রেস নেতা রাহুলকে চিঠি লেখে টিবি জয়চন্দ্রের নাতনি।

ভাইরাল হওয়া চিঠিতে লেখা, ”প্রিয় রাহুল গান্ধী, আমি টিবি জয়চন্দ্রের নাতনি। আমার খারাপ লাগছে যে দাদু এবার মন্ত্রী হতে পারেনি। আমি চাই, দাদু মন্ত্রী হোক। কারণ, তিনি দয়ালু, পরিশ্রমী আর খুব যোগ্য। পেন্সিলে এটুকু লিখে নিচে সে নিজের নাম লিখেছে – অর্না সন্দীপ।

 

 

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...