Monday, January 12, 2026

রাজভবনে আটকে ফাইল, কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন!

Date:

Share post:

রাজভবনে আটকে ফাইল। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রবিবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের (Sourav Das) মেয়াদ শেষ হয়েছে। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। ফলে, আপাতত ওই পদ শূন্য।

রাজ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। সুতরাং সাধারণভাবে তা শূন্য থাকার কথা নয়। যদিও অতীতেও সেই পদ শূন্য ছিল। অমরেন্দ্রকুমার সিংয়ের মেয়াদ শেষের পর নতুন কমিশনার হিসেবে সৌরভ দাসের দায়িত্ব পর্বে ২৪ দিন রাজ্য নির্বাচন কমিশনার পদ শূন্য ছিল। সম্প্রতি সৌরভ দাসের পরবর্তী হিসেবে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য অবসরপ্রাপ্ত আইএএস রাজীব সিনহা-র নাম পাঠিয়েছিল নবান্ন। শুধুমাত্র রাজীব সিনহার নাম কেন? রাজ্যের কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। এরপরই রাজ্যের তরফে আইএএস অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় রাজভবনে। তবে, এখনও পর্যন্ত কোনও নামেই সম্মতি দেননি রাজ্যপাল।

সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। রাতেই ফেরার কথা তাঁর। ফলে এদিনও যে সই হবে না তা বলাই যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগামী মাসেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যের আলোচনা প্রয়োজন। এখন কার নামে রাজভবন সিলমোহর দেয়, তার অপেক্ষা।

 


 

 

spot_img

Related articles

ভোটের আগে ইডি-র হানা: CPIM-এর উল্টো পথে শরিকদল CPIML

লোকসভা নির্বাচনের আগে যে শরিক দলের হাত ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল বাংলার সিপিআইএম, সেই শরিক...

নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

ফের SIR-এর শুনানি-পর্বে মানুষের হয়রানির অভিযোগ তুলে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিলেন বাংলার...

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...