Sunday, November 16, 2025

রাজভবনে আটকে ফাইল, কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন!

Date:

Share post:

রাজভবনে আটকে ফাইল। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রবিবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের (Sourav Das) মেয়াদ শেষ হয়েছে। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। ফলে, আপাতত ওই পদ শূন্য।

রাজ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। সুতরাং সাধারণভাবে তা শূন্য থাকার কথা নয়। যদিও অতীতেও সেই পদ শূন্য ছিল। অমরেন্দ্রকুমার সিংয়ের মেয়াদ শেষের পর নতুন কমিশনার হিসেবে সৌরভ দাসের দায়িত্ব পর্বে ২৪ দিন রাজ্য নির্বাচন কমিশনার পদ শূন্য ছিল। সম্প্রতি সৌরভ দাসের পরবর্তী হিসেবে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য অবসরপ্রাপ্ত আইএএস রাজীব সিনহা-র নাম পাঠিয়েছিল নবান্ন। শুধুমাত্র রাজীব সিনহার নাম কেন? রাজ্যের কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। এরপরই রাজ্যের তরফে আইএএস অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় রাজভবনে। তবে, এখনও পর্যন্ত কোনও নামেই সম্মতি দেননি রাজ্যপাল।

সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। রাতেই ফেরার কথা তাঁর। ফলে এদিনও যে সই হবে না তা বলাই যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগামী মাসেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যের আলোচনা প্রয়োজন। এখন কার নামে রাজভবন সিলমোহর দেয়, তার অপেক্ষা।

 


 

 

spot_img

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...