হকারদের  ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হাওড়া কর্পোরেশনের

এবার শহরের হকারদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হাওড়া কর্পোরেশনের। তাদের ব্যবসার উন্নয়নে  তাঁদের প্রত্যেককে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর রূপরেখা চূড়ান্ত করতে সোমবার পুরনিগমের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি। বৈঠকে এব্যাপারে একটি ব্লুপ্রিণ্ট তৈরি করা হয়। ঠিক হয়, জুন মাসের প্রথম দিক থেকেই এই কাজ শুরু হয়ে যাবে।

হাওড়া কর্পোরেশনের ৪টি বিধানসভা এলাকায় শিবির করে সংশ্লিষ্ট এলাকার হকারদের হাতে ওই আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে, মোট ৭৫৮জন হকারকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ব্যাপারে বিধানসভাভিত্তিক হকারদের নামের তালিকাও তৈরি হয়ে গেছে।

ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি জানান, ‘প্রত্যেক হকারকে ন্যূনতম শর্তে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। জুনের প্রথম দিক থেকেই প্রতিটি বিধানসভা এলাকায় জন প্রতিনিধিদের উপস্থিতিতে শিবির করে হকারদের হাতে ওই ঋণ তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হকারদের আর্থিক দিক দিয়ে সহায়তা করতে আমাদের এই উদ্যোগ। অত্যন্ত সহজ শর্তে তাঁদের এই আর্থিক ঋণ প্রদান করা হবে।’

Previous articleরাজভবনে আটকে ফাইল, কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন!
Next articleবিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের জন‍্য রওনা দিলেন রোহিত-যশস্বী, অনুশীলনে বিরাট