রাজভবনে আটকে ফাইল, কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন!

সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। রাতেই ফেরার কথা তাঁর। ফলে এদিনও যে সই হবে না তা বলাই যায়।

রাজভবনে আটকে ফাইল। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রবিবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের (Sourav Das) মেয়াদ শেষ হয়েছে। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। ফলে, আপাতত ওই পদ শূন্য।

রাজ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। সুতরাং সাধারণভাবে তা শূন্য থাকার কথা নয়। যদিও অতীতেও সেই পদ শূন্য ছিল। অমরেন্দ্রকুমার সিংয়ের মেয়াদ শেষের পর নতুন কমিশনার হিসেবে সৌরভ দাসের দায়িত্ব পর্বে ২৪ দিন রাজ্য নির্বাচন কমিশনার পদ শূন্য ছিল। সম্প্রতি সৌরভ দাসের পরবর্তী হিসেবে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য অবসরপ্রাপ্ত আইএএস রাজীব সিনহা-র নাম পাঠিয়েছিল নবান্ন। শুধুমাত্র রাজীব সিনহার নাম কেন? রাজ্যের কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। এরপরই রাজ্যের তরফে আইএএস অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় রাজভবনে। তবে, এখনও পর্যন্ত কোনও নামেই সম্মতি দেননি রাজ্যপাল।

সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। রাতেই ফেরার কথা তাঁর। ফলে এদিনও যে সই হবে না তা বলাই যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগামী মাসেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যের আলোচনা প্রয়োজন। এখন কার নামে রাজভবন সিলমোহর দেয়, তার অপেক্ষা।

 


 

 

Previous articleস্বাধীনতার ইতিহাস নিয়ে ইয়ার্কি? ‘সাভারকার’ টিজারে গ.র্জে উঠলেন স্বস্তিকা-জয়জিৎ!
Next articleহকারদের  ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হাওড়া কর্পোরেশনের