Thursday, November 6, 2025

বিত.র্কের পর দেবের সঙ্গে ফের পরাণই! ‘প্রধান’-এর মুখ্য চরিত্রে ‘টনিক’ জুটির কামব্যাক

Date:

Share post:

তারকা সাংসদ অভিনেতা দেব (Dev) মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে সিনেমা করার পর থেকেই বিতর্ক বেড়েছিল বাংলা চলচ্চিত্র জগতে। সুপারস্টার দেবের অনেক সতীর্থরাও বলেছিলেন ‘প্রজাপতি’ (Prajapati) সিনেমা হয়তো মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) বাদ দিয়েও ভাবা যেত। বিতর্কের আঁচ পড়েছিল সিনেমার প্রদর্শনেও। যেভাবে তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ নেতৃত্বকে বারবার অসম্মান করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী, সেখানে দাঁড়িয়ে নিজের সিনেমাতে দেব (Dev) কেন মিঠুনকে দিয়ে কাজ করানোর সিদ্ধান্ত নিলেন, এই নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সাংসদ-অভিনেতাকে। অনেকে বলেছেন অভিনয়ের দিক থেকে বিচার করলে পরাণ বন্দ্যোপাধ্যায় ‘টনিক ‘ সিনেমায় অনেক ভালো অভিনয় করেছেন। এই সব কিছু শোনা এবং জানার পর এবার খানিকটা পিছু হটলেন দেব। নিজের আগামী ছবিতে ‘টনিক’ জুটির প্রত্যাবর্তনের ঘোষণা করেছেন প্রযোজক অতনু রায়চৌধুরী (Atanu Roychowdhury)। পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন। শীতের ছুটিতে বাঙালি দর্শককে এবার ‘প্রধান’ (Pradhan) পারিবারিক ছবি উপহার দেবেন তাঁরা।

অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবির নায়িকা হবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu), নায়ক দেব। সুপারস্টার দেবের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’ নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে প্রমোশনের জন্য ছুটে গেছেন অভিনেতা নিজেই। তিনি যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, বাঙালি দর্শকের কাছে ‘টনিক’ সিনেমার মাধ্যমে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) যে বিশেষ জায়গা করে নিয়েছেন তা বলাই বাহুল্য। তার ধারে কাছে পৌঁছতে পারেননি মিঠুন চক্রবর্তী। সেই কারণেই এবার দেব-পরাণ জুটির প্রত্যাবর্তন ঘটতে চলেছে। বাংলার সিনেপ্রেমী হিসেবে অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty) কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন দেব এবং মিঠুনের একসঙ্গে কাজ করা নিয়ে। তিনি স্পষ্ট বলেছেন, “সকালে যে আমার মাকে গালাগালি দিয়েছে, বিকেলে আমি তাকে মাংস ভাত খাওয়াব! এটা আমি কিছুতেই করব না।” নিজের সিনেমায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নেওয়া নিয়ে তৃণমূল (TMC) সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন চিরঞ্জিৎ।

প্রসঙ্গত নরেন্দ্র মোদি কলকাতায় এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, “দিদি, ও দিদি” বলে ব্যঙ্গ করে কদর্য আক্রমণ করলেন, তখন এই মিঠুন চক্রবর্তী মোদির পাশে দাঁড়িয়ে ছিলেন। মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করা মানে বিজেপি তার ফায়দা নেবে এমন কথা মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। সব দেখেশুনে এবার তাই পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেবের অন স্ক্রিন কেমিস্ট্রিকে সকলের সামনে ফের তুলে ধরতে ব্যস্ত প্রযোজক পরিচালকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে হয়তো নিজের ‘ভুল’ শুধরে নিতেই দেব আবার জুটি বাঁধছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আসলে বাংলার মা মাটি মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে খারাপ কথা উচ্চারণ করা ব্যক্তি বা দলকে কোনও রকমের জায়গা দিতে নারাজ, সেটা বোধহয় বুঝেছেন ঘাটালের সাংসদ নিজেও। আগস্টে শুরু সিনেমার শুটিং।

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...