Thursday, August 28, 2025

প্রেম বা বিয়ে- বয়স একটা সংখ্যা মাত্র। যুগ যুগ ধরে একথা বলে আসছে, দেখে আসছে, শুনে আসছে সবাই। কিন্তু ঘটনা ঘটলেই তা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। এখন এবার তাতে যোগ হয়েছে সমাজ মাধ্যম। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের একসময় দোর্দন্ডপ্রতাপ CPIM নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ (Lakhman Seth) মাত্র ৭৭ বছর বয়সে বিয়ে করেছেন। আর তার মাত্র কয়েকদিন আগে বিয়েই করেছেন সিনিয়ার সিটিজেন হওয়ার দোরগোড়ায় দাঁড়ানো অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Bidyarthi)। নামজাদা ক্রিকেটর তথা ধারাভষ্যকার অরুণ লাল (Arun Lal) ৬৬ বছর বয়সে বিয়ে করেছেন গত বছর। এটা তাঁদের অধিকার।

২০১৬ সালে লক্ষ্মণের প্রথম স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়। তাঁদের দুই সন্তান। স্ত্রীর মৃত্যুর পর একা হাতে সংসার ও রাজনীতির ময়দান সামলেছেন একদা দোর্দন্ডপ্রতাপ বাম নেতা। লক্ষ্মণ-তমালিকার দুই ছেলে সায়ন্তন এবং সুদীপ্তন পরিবার নিয়ে আলাদা থাকেন। জীবন সায়াহ্নে এবার নতুন হাতে হাত কংগ্রেস নেতার। পাত্রী কলকাতার বাসিন্দা মানসী দে। বয়স ৪২ বছর। শহরের একটি বিলাসবহুল হোটেলে উচ্চ পদে কাজ করতেন। তবে, আপাতত সেই কাজে ইতি টেনে একটি মিডিয়া হাউজে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর।

বিয়ের বিষয়ে রাখঢাক করেননি বর্তমান কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ। স্পষ্ট জানিয়ে দেন, বেআইনি কাজও করেননি। তবে, জীবনে ব্যক্তিগত কিছু বিষয় থাকা উচিত- মত লক্ষ্মণের। আইনি বিয়ের পর বেশ ধুমধাম করেই হবে রিসেপশন। একটি কলকাতায় ও একটি হলদিয়ায়। ২৪ জুন সেই রিসেপশনের প্রস্তুতি তুঙ্গে। বেশ কয়েক দিন ধরে নামি শিল্পীদের নিয়ে জমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

ষাঠের দোর গোড়ায় এসে ফের সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী। জামাইষষ্ঠীতেই বসে বিয়ের আসর বসে কলকাতায়। দীর্ঘদিনের বন্ধু কলকাতার বাসিন্দা আদতে অসমের মেয়ে রূপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিস। আইনি বিয়ের পরে সন্ধেবেলায় ঘনিষ্ঠ বৃত্তে গেট টুগেদার। এর আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজোশি বড়ুয়াকে বিয়ে করেন আশিস। রাজোশি ওরফে পিলুও মুম্বইয়ে অভিনেত্রী। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্যে ছেদ পড়ে বছর পাঁচেক আগে। আবার জীবন শুরু করতে চান বলিউডের ভিলেন। গাঁটছড়া বাঁধেন রূপালির সঙ্গে।

গত বছর এপ্রিলে ঠিক এরকমই আরেক খবরে নেট মাধ্যেম সাড়া পড়ে যায়। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ ৬৬ বছরের অরুণলাল বিয়ে করেন বুলবুল সাহাকে। অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী ৩৭ বছর বয়সী বুলবুল।

আরও পড়ুন- খেজুরিতে মৎসজীবীদের সমস্যার সমাধানের আশ্বাস অভিষেকের, অধিকারীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ স্থানীয়দের

প্রথম স্ত্রী রীনার সঙ্গে মিউচুয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে অরুণের। রীনা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তবে, তাঁদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। ঘনিষ্ঠ মহলের দাবি, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয়বার বিয়ে করেন অরুণলাল।

জীবনের কোনও কিছু শুরু করারই বোধহয় কোনও বয়স নেই। ইনিংস দ্বিতীয় হোক বা তৃতীয়- মিয়া-বিবি রাজি তো কাজি কী করবেন!

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version