Friday, December 19, 2025

বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদিকে ‘সবজান্তা’ কটাক্ষ রাহুলের

Date:

Share post:

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। বলেন মোদি ও তার সরকারের থাকা লোকেরা ‘সবজান্তা’। শুধু তাই নয় আরো বললেন, ভগবানের সঙ্গে বসিয়ে দিলে মোদি ঈশ্বরকেও দ্বিধায় ফেলে দেবেন।

মঙ্গলবারই আমেরিকার(America) সান ফ্রান্সিসকোয় পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেখানে ক্যালিফোর্নিয়া এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, “আমি মনে করি, মোদিজি যদি ভগবানের পাশে এসে বসেন তাহলে তিনি ভগবানকে ব্যাখ্যা করতে শুরু করবেন কীভাবে এই ব্রহ্মাণ্ড চলে। আর ভগবান তার ফলে বিভ্রান্ত হয়ে যাবেন, ভাববেন আমি কী সৃষ্টি করেছি! বিষয়টা মজার, কিন্তু এরকমই চলছে। একদল মানুষ রয়েছেন, যাঁরা সব বোঝেন। তাঁরা বিজ্ঞানীদের বিজ্ঞান বুঝিয়ে দেন, ইতিহাসবিদদের ইতিহাস, সেনাকে অস্ত্র।” এরপর প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে রাহুল গান্ধী বলেন, “এটাই সেই ভারত, যার আপনারা প্রতিনিধিত্ব করেন। এই মূল্যবোধের সঙ্গে একমত না হলে আপনারা এখানে পৌঁছতে পারতেন না। যদি আপনারা রাগ, ঘৃণা ও অবজ্ঞাকে প্রাধান্য দিতেন, তাহলে এখন বিজেপির বৈঠকে বসে থাকতে হত। আর আমিও ‘মন কি বাত’ করতাম।”

বিজেপিকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী জানান, “এরপর আমাকে বলা হবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এটা বিজেপিতে চলে না। কোনও প্রশ্ন নয়, কেবলই জবাব… ” উল্লেখ্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর আক্রমণ এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদি জমানায় দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই ধারা অব্যাহত রেখে ফের একবার প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন রাহুল।

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...