Sunday, January 11, 2026

বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদিকে ‘সবজান্তা’ কটাক্ষ রাহুলের

Date:

Share post:

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। বলেন মোদি ও তার সরকারের থাকা লোকেরা ‘সবজান্তা’। শুধু তাই নয় আরো বললেন, ভগবানের সঙ্গে বসিয়ে দিলে মোদি ঈশ্বরকেও দ্বিধায় ফেলে দেবেন।

মঙ্গলবারই আমেরিকার(America) সান ফ্রান্সিসকোয় পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেখানে ক্যালিফোর্নিয়া এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, “আমি মনে করি, মোদিজি যদি ভগবানের পাশে এসে বসেন তাহলে তিনি ভগবানকে ব্যাখ্যা করতে শুরু করবেন কীভাবে এই ব্রহ্মাণ্ড চলে। আর ভগবান তার ফলে বিভ্রান্ত হয়ে যাবেন, ভাববেন আমি কী সৃষ্টি করেছি! বিষয়টা মজার, কিন্তু এরকমই চলছে। একদল মানুষ রয়েছেন, যাঁরা সব বোঝেন। তাঁরা বিজ্ঞানীদের বিজ্ঞান বুঝিয়ে দেন, ইতিহাসবিদদের ইতিহাস, সেনাকে অস্ত্র।” এরপর প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে রাহুল গান্ধী বলেন, “এটাই সেই ভারত, যার আপনারা প্রতিনিধিত্ব করেন। এই মূল্যবোধের সঙ্গে একমত না হলে আপনারা এখানে পৌঁছতে পারতেন না। যদি আপনারা রাগ, ঘৃণা ও অবজ্ঞাকে প্রাধান্য দিতেন, তাহলে এখন বিজেপির বৈঠকে বসে থাকতে হত। আর আমিও ‘মন কি বাত’ করতাম।”

বিজেপিকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী জানান, “এরপর আমাকে বলা হবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এটা বিজেপিতে চলে না। কোনও প্রশ্ন নয়, কেবলই জবাব… ” উল্লেখ্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর আক্রমণ এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদি জমানায় দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই ধারা অব্যাহত রেখে ফের একবার প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন রাহুল।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...