Sunday, August 24, 2025

২৩ বছর পড়েছিল, বাম আমলে নেওয়া জমি ফেরত চায় KMC

Date:

Share post:

কেটে গিয়েছে ২৩ বছর। কথা ছিল সেই জমিতে ভবন তৈরি করবে কারিগরি শিক্ষা দফতর। কিন্তু পুরসভার থেকে জমি নিয়েও সেই জমিতে কোনও কাজই করেনি কারিগরি শিক্ষা দফতর। এবার সেই বাম আমলের বিতর্কিত জমি ফেরৎ চায় কলকাতা পুরসভা। এবং সেই জমিতে নিজেদের বরো কার্যালয় তৈরি করার দাবি জানালেন পুরসভার ১৩ নম্বর বরোর চেয়ারম‌্যান কাউন্সিলর রত্না শূর।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার ১৩ ও ১৪ নম্বর বরোর অফিস বর্তমানে একটিই। এই একটি অফিসেই চলে দুই বরোর কাজ। এই দুই বরোর মোট জনসংখ্যা প্রায় ৯০ হাজারের কাছাকাছি। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার তেরো নম্বর বরোর চেয়ারম‌্যান রত্না শূর বলেন, ‘বিশাল এই বরোর বিপুল জনগণকে পরিষেবা দিতে গেলে আলাদা বরো অফিসের প্রয়োজন। অন‌্যান‌্য প্রতিটি বরোর মতো তেরো নম্বর বরোতেও স্বতন্ত্র অফিস গড়ে তুলতে হবে। ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১১৯, ১২০, ১২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ১৩ নম্বর বরো। এই বরোয় জনসংখ‌্যা ৩৫ হাজারের কাছাকাছি। ১৩ নম্বর বরোয় আলাদা কোনও অফিস নেই। দূরদূরান্ত থেকে সাধারণ মানুষকে আসতে হয় ডায়মন্ড হারবার রোডে ১৪ নম্বর বরো অফিসে’।

বরো অফিস করতে গেলে প্রয়োজন জমির। ৪৪ নম্বর রাজা রামমোহন রায় রোডে পুরসভার ১০ কাঠা জমি ছিল। বাম আমলে সে জমি নিয়ে নেয় কারিগরি শিক্ষা দফতর। কথা ছিল, সে জমিতে ভবন তৈরি হবে। কিন্তু সেই জমিতে বামেরা কোনও কাজও করেনি। ১৩ নম্বর বরোর চেয়ারম‌্যান রত্না শূরের দাবি, জমি যখন ব‌্যবহারই করা হয়নি, পুরসভা ফের সে জমি ফিরিয়ে নিক।

আরও পড়ুন- সরকারি কর্মচারীদের পদোন্নতির সরলীকরণ, একগুচ্ছ বাড়তি সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...