Saturday, January 17, 2026

নজরে নির্বাচন: জুনে বঙ্গ সফরে ৩ হেভিওয়েট ‘ভোট পাখি’ মোদি-শাহ-নাড্ডা

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর ভোট এলেই ‘ভোট পাখি’ হয়ে রাজ্য ভ্রমণে নেমে পড়েন বিজেপির(BJP) শীর্ষ নেতারা। এবারও তার ব্যাতিক্রম নয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বাংলায় গুটিয়ে যাওয়া বিজেপিকে চাঙ্গা করতে রাজ্য সফরে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অবশ্য নির্বাচন ছাড়াও বাংলায় আরও বেশকিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর(Prime Minister)। তবে শুধু মোদি নন, জুনে বঙ্গ সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী জুন মাসে রাজ্যে ৩টি বড় জনসভা করার কথা রয়েছে। আর এই তিন জনসভা বিজেপির ৩ প্রধান নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডাকে দিয়ে করার পরিকল্পনা রয়েছে। উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গে তিনটি সভা হতে পারে। যদিও সভার দিনক্ষণ এখনও নির্দিষ্ট করা হয়নি। আরও জানা যাচ্ছে, জুনে রাজ্য সফরে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জোর দেওয়া হবে বাড়ি বাড়ি জনসংযোগে। মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে কাজ তুলে ধরতে ঘরে ঘরে গিয়ে আমজনতাকে কাজের খতিয়ান দেওয়া হবে। এমনই পরিকল্পনা নিয়েছে বিজেপি (BJP)। তবে ৩ শীর্ষ নেতার বঙ্গ সফরের দিনক্ষণ নিয়ে বিজেপির তরফে প্রকাশ্যে এখনও কিছু না জানানো হলেও তারা যে আসছেন তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বুধবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সাংবাদিক বৈঠক করে জানান, আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। ওইদিন রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন যোগ দিবস উদযাপনের উদ্যোগ নিলে বিজেপি পাশে থাকবে। এছাড়া ৯ বছর পূর্তি উপলক্ষে ২১ থেকে ৩০ জুন, এই ৯ দিনব্যাপী বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে। মূল তিনটি জনসভা করবেন মোদি-শাহ ও নাড্ডা। এছাড়াও রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ২৯৪ টি জনসভা করবেন রাজ্য নেতারা। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি। আসার কথা ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিরও। সব মিলিয়ে মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ২১ থেকে ৩০ জুনের মধ্যে চলবে বড়সড় প্রচার কর্মসূচি। তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

spot_img

Related articles

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...

আজ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করার পর আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নয়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে...

দুবছরের অপেক্ষার অবসান, বক্সায় ক্যামেরাবন্দি বাঘের ছবি

বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে (Buxa Tiger Reserve) শেষবার ডোরাকাটার দর্শন মিলে ছিল ২০২৩ সালে। পরবর্তী দুই বছরে অপেক্ষায়...

কেমন যাবে আপনার আজকের দিনটি…

মেষ: কাজের সন্ধানে বিদেশ বা দূরস্থানে যোগাযোগের সম্ভাবনা। আর্থিক উন্নতি আশা। তবে দূরে যাতায়াতে সতর্ক থাকুন। বৃষ: সৃজনশীলদের জন্য...