Sunday, August 24, 2025

সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা ভেবে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল তৃণমূল কংগ্রেস (TMC)। ডানকুনি থেকে হরিপাল (Dankuni to Haripal) অবধি দুর্গাপুর হাইওয়েতে এতদিন কোনও আন্ডারপাস না থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এই আন্ডারপাসের দাবিতে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই। সেই আন্দোলনে অবশেষে সাফল্য এল।ডানকুনি চৌমাথা থেকে হরিপাল অবধি মোট ১৬ টি আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিল হাইওয়ে কতৃপক্ষ।

হাইওয়েতে কোনও আন্ডারপাস না থাকায় দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গেছে বাদ পড়েনি গবাদি পশুও। সাধারণ মানুষকে পাশে নিয়ে এই অবস্থার পরিবর্তন চেয়েছিল তৃণমূল কংগ্রেস। আন্দোলনের নেতৃত্ব দেন বেচারাম মান্না। অবশেষে মাথা নত করল হাইওয়ে কর্তৃপক্ষ এবং আন্ডারপাস তৈরিতে সম্মতি দিতে বাধ্য হলো তারা। এরপরই খুশির জোয়ার সাধারণ মানুষের মধ্যে। পাঁচঘরা পঞ্চায়েতের উপপ্রধান অজিত আদক বলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে মানুষকে সাথে নিয়ে ২০১৩ সাল থেকে আন্ডারপাশের দাবিতে আন্দোলন চলছে । দীর্ঘ হাইওয়েতে কোনো আন্ডারপাস না থাকায় এতদিনে দুর্ঘটনায় প্রায় ২১০০ মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন, অবশেষে মিলেছে আন্ডারপাস তৈরির অনুমতি। তিনি বলেন এই জয় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও সাধারণ মানুষের আন্দোলনের জয়।এলাকার বাসিন্দা রিনা ধর বলেন বাড়ির বাচ্চাদের সমস্যা হতো, যান চলাচলেও অসুবিধা হতো। এতদিন ধরে আন্ডারপাস হবে হবে শুনেছেন এবার যেটা বাস্তবায়িত হতে চলেছে তাতে খুশি প্রত্যেকে।

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version