Monday, November 10, 2025

“অভিষেককে দেখতে জনজোয়ার, তাই নিরাপত্তা, আপনাকে কেউ দেখে না”, শুভেন্দুকে খোঁচা কুণালের

Date:

Share post:

“অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে লক্ষ লক্ষ মানুষ আসেন, তাই নিরাপত্তা পায়। আপনাকে কেউ দেখতে আসেনা।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় নিয়ে শুভেন্দুর কটাক্ষের পাল্টা দিলেন কুণাল ঘোষ।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর চেয়েও বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েকে বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বক্তব্য ছিল যেখানে রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে সেখানে একজনের নিরাপত্তার জন্য কেন এত বিশাল পুলিশ বাহিনী ব্যবহার করা হচ্ছে? এবার বিরোধী দলনেতাকে পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর পাল্টা কটাক্ষ, “দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।”

এদিন কুণাল ঘোষ বলেন, “অভিষেকের নিজের একটা নিরাপত্তা আছে। ন্যায্য কারণে নিরাপত্তা পান। তাঁকে দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে। ফলে পুলিশের এটা আইন শৃঙ্খলার মধ্যেই পড়ে যে কোনও এলাকায় অতিরিক্ত মানুষের ভিড় হচ্ছে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন যে একজন মানুষের জন্য এত নিরাপত্তা, সেক্ষেত্রে তাঁকে বুঝতে হবে যে একজন মানুষকে দেখতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, আপনাকে দেখতে যায় না।” শুভেন্দুর “থানা ফাঁকা” প্রশ্নের জবাবে কুণাল বলেন, ‘থানা ফাকা মানেটা কী? থানায় থানার পুলিশ রয়েছে। যেদিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এমনকী শুভেন্দু অধিকারীও কোথায় যান সেখানে কি থানার পুলিশ থাকে না? কোথাও কোনও বড় ইভেন্ট হলে পুলিশ একটু বেশি থাকে। সেটা শুভেন্দুর জানা উচিত। একের পর এক সিবিআই-ইডির অফিসাররা আসছেন বিভিন্ন রাজ্য থেকে। বিভিন্ন জায়গায় ঘোরে কাদের টাকায়?২ বিলিয়ন মার্কিন ডলারের পেগাসাস কিনেছিল বিজেপি। ফোন ট্যাপ করে বিরোধী নেতাদের ফোনে আঁড়ি পাততো, তার খরচ কে দিত?”

আইন-শৃঙ্খলার প্রশ্নে শুভেন্দুকে তোপ দেগে কুণাল বলেন, “একটু মণিপুরের দিকে তাকান। মণিপুরে কী হচ্ছে? কারা সরকার চালাচ্ছে? ডাবল ইঞ্জিনের কী অবস্থা? আসানসোল কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু, পরিবারগুলির বাড়িতে পর্যন্ত যায়নি এই শুভেন্দু। রামনবমীতে বন্দুক হাতে সুমিত সাউকে মুঙ্গের থেকে ধরতে হয়েছে। বেপরোয়া গতির কনভয় এক যুবককে পিষে দিয়ে চলে গেল। তার পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করতে যায়নি। আবার আইনের কথা বলছে শুভেন্দু।”

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...