Monday, August 25, 2025

“হ্যালো মিস্টার মোদি…”, আমেরিকায় দাঁড়িয়ে ফের প্রধানমন্ত্রীকে তুলোধনা রাহুলের

Date:

দশ দিনের সফরে আমেরিকা গিয়েছেন কংগ্রেস(Congress) নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। সেখানে বুধবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের(Stanford University) এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন রাহুল। দাবি করলেন, আমার ফোনেও আড়ি পাতা হচ্ছে। আমার ফোন ট্যাপ করা হয়েছে। ওই প্রোগ্রামের মাঝেই তিনি ফোন বের করে ফেলেন।

অনুষ্ঠানে দাঁড়িয়েই রাহুল গান্ধী বলেন, “হ্যালো মিস্টার মোদি। মনে হচ্ছে আমার আই ফোনেতেও আড়ি পেতেছিলেন।” তথ্যের প্রাইভেসি রক্ষার জন্য আইন থাকা দরকার বলে জানান রাহুল। তাঁর বক্তব্য, যদি দেশের সরকার মনে করে আপনার ফোন ট্যাপ করবে তবে কেউ আটকাতে পারবে না। এটা আমি বুঝেছি।তবে আমি বলতে পারি যে আমি যা কাজ করেছি সেটা সরকারের সামনে করেছি। অন্যদিকে স্টার্টআপ বিজনেস চালাচ্ছেন এমন নানা সংস্থার সঙ্গে যুক্ত উদ্যোগপতিদের সঙ্গে কথা বলেন রাহুল। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়েও কথাবার্তা হয় তাদের মধ্যে।

এ পাশাপাশি রাহুল গান্ধী জানান, বিজেপি সব সংস্থাগুলিকে করায়ত্ত করছে। এসবের জন্যই ভারত জোড়ো যাত্রা করেছিলাম। এমনকী কাশ্মীর যেতেও আমাকে বাধা দেওয়া হয়েছিল। বলা হচ্ছিল ওখানে গেলে নাকি আমায় খুন করে ফেলা হবে। এরপর নিজের সাংসদ পদ খারিজ প্রসঙ্গে রাহুল বলেন, আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, আমি কল্পনাও করিনি এভাবে আমার সাংসদ পদ খারিজ হতে পারে। একই সঙ্গে জানান, তবে এই পরিস্থিতি আমাকে আরও বেশি করে জনগণের সেবা করার সুযোগ দিয়েছে। রাহুল আরও বলেন, “এটি আমার জন্য একটি বড় সুযোগ। সম্ভবত আমি আগে যা সুযোগ পেয়েছি তার চেয়েও বড়। রাজনীতি এভাবেই কাজ করে।”

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version