গু.লিবিদ্ধ গায়িকা! গানের আসরে মারা.ত্মক কাণ্ড

গায়িকার পরিবারের তরফ থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁরা এই নিয়ে মন্তব্য করতে চাননি।

আনন্দ উদযাপনের মাধ্যম হিসেবে চলল গুলি, বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামের (Sendurba village of Saran district of Bihar) সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে গুলিবিদ্ধ হলেন ভোজপুরি গায়িকা নিশা উপাধ্যায় (Nisha Upadhyay)। গুরুতর যখন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর আনন্দ উদযাপন করতেই উপস্থিত দর্শক গুলিবর্ষণ করছিলেন, আর তখনই ঘটে যায় মারাত্মক ঘটনা। গোটা ভিডিও সমাজ মাধ্যমের (Social media) ভাইরাল হলেও পুলিশি অভিযোগে অনীহা কেন উঠছে প্রশ্ন।

জনপ্রিয় ভোজপুরি গায়িকা যখন অনুষ্ঠানে গান গাইছিলেন তখন আচমকা গুলি এসে লাগে নিশার গায়ে। পাটনার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানোর পর সেখানেই চিকিৎসা চলছে। সমাজ মাধ্যমে গোটা বিষয়টি দেখার পর পুলিশ তরফ থেকে এই নিয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত হয়। কিন্তু কেন উদ্যোক্তা বা শিল্পীর তরফ থেকে কোন অভিযোগ এল না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।এ বিষয়ে বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাই (Jitendra Kumar Rai) বলছেন, সংস্কৃতির আসরে আনন্দ উদ্‌যাপনের জন্য গুলি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার কথা বলে গোটা ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়েছেন তিনি। যদিও গায়িকার পরিবারের তরফ থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁরা এই নিয়ে মন্তব্য করতে চাননি।