আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে কপিল দেব-গাভাস্কর থাকলেও নেই বিনি, সমর্থনে করেননি কোন সই

এই নিয়ে বিসিসিআই সভাপতি বলেন," কুস্তিগিরদের আন্দোলন নিয়ে আমি কোনও রকম বার্তা দেইনি। বিশ্বাস করি যে আধিকারিকেরা কাজ করছেন এই সমস্যা সমাধান করার লক্ষ্যে।

গত রবিবার পুলিশের কাছে হেনস্থার স্বীকার হন আন্দোলনকারী কুস্তিগিররা। যা নিয়ে সরব হয়েছে গোটা দেশ। দেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ক্রীড়াবীদরা পাশে দাঁড়িয়েছেন বিনেশ-সাক্ষীদের। আর এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়ায় ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যেরা। তবে এই বিষয়ে কপিল দেব, সুনীল গাভাস্কারদের সঙ্গে নেই রজার বিনি। এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই বললেন বিসিসিআই সভাপতি। বিনি বলেন, তিনি ওই বার্তায় সই করেননি।

এই নিয়ে বিসিসিআই সভাপতি বলেন,” কুস্তিগিরদের আন্দোলন নিয়ে আমি কোনও রকম বার্তা দেইনি। বিশ্বাস করি যে আধিকারিকেরা কাজ করছেন এই সমস্যা সমাধান করার লক্ষ্যে। খেলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলা উচিত নয়। কিছু মিডিয়া রিপোর্টের জল্পনাকে তুলে ধরে বলছি, কুস্তিগীরদের প্রতিবাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনও বিবৃতি দিইনি।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। তাই অনেকেই মনে করেন, সরাসরি না হলেও পরোক্ষ ভাবে বিসিসিআইয়ে বিজেপির প্রভাব রয়েছে। আর সেই কারণে বোর্ড সভাপতি বিনির পক্ষে আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে থাকা কঠিন বলেই মনে করছেন অনেকে।

আন্দোলনকারী কুস্তিগিরদের অভিযোগ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তিনি কুস্তি ফেডারেশনের সভাপতি এবং বিজেপির সাংসদ। তাঁর বিরুদ্ধে এখনও পযর্ন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন আওয়াজ ওঠেনি। আন্দোলনকারী কুস্তিগিরদের অভিযোগ, সরকার পক্ষের লোক হওয়ার কারণেই ব্রিজভূষণের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:‘ব্রিজভূষণকে ৯ জুনের মধ‍্যে গ্রেফতার করতে হবে’, মহাপঞ্চায়েতের পর বললেন কৃষক নেতা