দলবদলের বাজারে জোর ধাক্কা ইস্টবেঙ্গলের

গত মরশুমের ব্যর্থতার কথা মাথায় রেখেই ভালো মানের বিদেশি ডিফেন্ডার সই করাতে চেয়েছিল ইস্টবেঙ্গল।

দলবদলের বাজারে ধাক্কা পেল ইস্টবেঙ্গল এফসি। সূত্রের খবর, স্লাভকো ডামজানোভিচকে এবার সই করাতে চলেছে বেঙ্গালুরু এফসি। নতুন মরশুমে কোন বিদেশিদের সই করাবে, এই নিয়ে জল্পনা রয়েছে। জানা যাচ্ছিল, মোহনবাগানের হয়ে খেলা এই ডিফেন্ডারকে নিতে ঝাঁপিয়েছিল লাল-হলুদ ক্লাব। ভালো প্রস্তাবও দিয়েছিল ইস্টবেঙ্গল। গত মরশুমে মোহনবাগানের হয়ে খেললেও তাঁকে এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুয়ান ফেরান্দো।

গত মরশুমের ব্যর্থতার কথা মাথায় রেখেই ভালো মানের বিদেশি ডিফেন্ডার সই করাতে চেয়েছিল ইস্টবেঙ্গল। তবে লড়াইয়ে চলে আসে সুনীল ছেত্রীদের ক্লাব। সুপার কাপে ভালো খেলতে না পেরেই ইঙ্গিতপূর্ন পোস্ট করেন স্লাভকো। সেই সময়ই বোঝা গিয়েছিল, মোহনবাগান ছাড়তে চলেছেন তিনি। প্রসঙ্গত, এটিকে-মোহনবাগান জার্সি গায়ে শেষ মরশুমে বেশ ভালোই পারফর্ম করেছেন স্লাভকো। শুধু তাই নয়, গোল পেয়েছেন ডার্বিতেও। রক্ষণভাগে দলকে ভরসাও যুগিয়েছেন সমানভাবে।

স্লাভকো তাঁর ইন্সটাগ্রামে মোট ৮টি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে উল্লাসের মুহূর্ত। এছাড়াও সবুজ মেরুন জার্সি পড়ে, তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছেন। আইএসএল ট্রফি জয়ের পর দলের গ্রুপ ছবিটিও পোস্ট করেন স্লাভকো। ট্রফি নিয়ে একসঙ্গে বসে থাকার ছবি ছাড়াও, মোহনবাগানের পতাকা নিয়ে হাসিমুখের মুহূর্তও তুলে ধরেন তিনি। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘অ্যামেজিং সিজন। থ্যাঙ্ক ইউ ফর দ্যা সাপোর্ট।‘

এরপরেই শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গল কর্তারা ডামজানোভিচকে সই করাতে চাইছেন। তবে এই মরশুমে তিনি যে লাল-হলুদে আসছেন না তা মোটামুটি পরিষ্কার। যা খবর, বেঙ্গালুরু এফসিতে সই করতে চলেছেন স্লাভকো ডামজানোভিচ। বেঙ্গালুরু এফসির প্রস্তাব ও পরিকল্পনা পছন্দ হয়েছে স্লাভকোর। ফলে বেঙ্গালুরুতেই যেতে পারেন স্লাভকো।

আরও পড়ুন:শাস্তি বহাল, কেরালার আবেদন নাকচ করে দিল এআইএফএফ