শহরের রাস্তায় ঘুরে বেড়াতেন বৃদ্ধা। কেউ কিছু দিলে চেয়ে খেতেন। ডিউটি ছেড়ে বাড়ি ফেরার পথে রোজ এই দৃশ্য দেখে বৃদ্ধাকে ঘরে ফেরাতে উদ্যোগী হন এক পুলিশ কর্মী। মুশকিল আসান করলেন এক পুলিশ কর্মী। শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর করে বৃদ্ধার ঠিকানা উদ্ধার করে তাঁকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন কলকাতা পুলিশের এক কর্মী ৷

বৃদ্ধার স্বামী আবদুর রহিম বলেন, “কিছুটা মানসিক সমস্যা ছিল। প্রায় ৩ বছর ধরে খুঁজে বেড়াচ্ছি ৷ স্থানীয় এক পুলিশ কর্মী ও হ্যাম রেডিওর সহযোগিতায় আমরা তাঁকে খুঁজে পেলাম। আজ বাড়িতে নিয়ে যাচ্ছি ৷” ওই পুলিশ কর্মী কাজল চট্টোপাধ্যায় বলেন, “বৃদ্ধাকে দেখে খারাপ লাগছিল ৷ খোঁজ খবর করে তাঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে দেওয়াটা নৈতিক দায়িত্ব মনে হয়েছে ৷ তাই বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ওঁর ঠিকানা খুঁজে বার করার চেষ্টা করেছিলাম ৷”কলকাতা পুলিশের এই মানবিক ভূমিকায় খুশি সবাই।
