Sunday, November 16, 2025

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে জোর! পথ দু.র্ঘটনা কমাতে বড় সিদ্ধান্ত রাজ্যের

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (Safe Drive Save Live) কর্মসূচি বাস্তবায়নের পর রাজ্যে অনেকটাই কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা। এবার পথ দুর্ঘটনা ও তার জেরে প্রাণহানি কমাতে জেলা স্তরের পর মহকুমা এবং ব্লক স্তরেও এবার পথ নিরাপত্তা কমিটি (Road Safety Commission) গঠন করা হচ্ছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের পথ নিরাপত্তা নীতি তৃণমূল স্তরে কার্যকরী করতে এই কমিটি কাজ করবে। পাশাপাশি রাস্তা থেকে বেআইনি হোর্ডিং সহ দুর্ঘটনা ঘটাতে পারে এমন সমস্ত জিনিস যাতে দ্রুত সরিয়ে ফেলা হয় সেই বিষয়টি নিশ্চিত করবে এই কমিটি। পাশাপাশি ফুটপাতকে দখলমুক্ত করে পথচারীদের সুরক্ষার বিষয়টিও তারা দেখভাল করবে বলে জানা গিয়েছে।

এদিকে কমিটির সদস্যরা প্রতি মাসে বৈঠক করে নিজের মহকুমা ও ব্লকের পরিস্থিতি নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশ করবে। মহকুমা শাসকের নেতৃত্বে গঠিত মহকুমা স্তরের কমিটিতে পরিবহন দফতরের অতিরিক্ত আঞ্চলিক অধিকর্তা, মহকুমা পুলিশ আধিকারিক, অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা, পূর্ত দফতরের সহকারি ইঞ্জিনিয়ার, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকরা থাকবেন। একই রকমভাবে ব্লক স্তরের কমিটিতে নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও। ওই কমিটিতে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও, পুরসভা,পঞ্চায়েত স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকদেরও সামিল করার কথা বলা হয়েছে।

তবে পরিবহন দফতর (Transport Department) সূত্রে জানা গিয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু হওয়ার পর রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। ২০২২ সালে ৪৫টি মারাত্মক পথ দুর্ঘটনায় ৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। চলতি বছরে তা আরও দশ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

 

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version