মাতৃহারা বলিউড, প্রয়া.ত সুলোচনা লাতকর

মাতৃহারা সাতের দশকের বলিউডের নায়ক-নায়িকারা। প্রয়াত অভিনেত্রী সুলোচনা লাতকর। রবিবার, মুম্বইয়ের দাদার এলাকার একটি হাসপাতালে মৃত্যু হয় ৯৪ বছরের অভিনেত্রীর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুলোচনা। দিলীপ কুমার, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকায় বহু ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

১৯২৮ সালে জন্ম সুলোচনা লাতকরের (Sulochana Latkar)। কিশোরী অবস্থাতেই অভিনয় জগতে পা। প্রথমে মরাঠি ছবি ও পরে হিন্দিতে ছবিতে অভিনয় শুরু করেন সুলোচনা। মারাঠি সিনেমায় লিড রোলে দেখা গেলেও বলিউডের দর্শক তাঁকে মনে রেখেছে নায়কদের মা হিসেবে। দেব আনন্দের সঙ্গে ‘পেয়ার মহব্বত’, ‘জনি মেরা নাম’, রাজেশ খন্নার সঙ্গে ‘কাটি পতঙ্গ’, ‘মেরে জীবন সাথী’-র মতো ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। ১৯৯৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে। মহারাষ্ট্র ভূষণ পুরস্কারও পেয়েছেন সুলোচনা।

সুলোচনা লাতকরের মৃত্যুতে শোকের ছায়া বলিউডের। সোমবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাসভবন প্রভাদেবী রেসিডেন্সে তাঁর দেহ শায়িত রাখা হয়েছে। বিকেল ৫টা নাগাদ শিবাজি পার্ক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।