ডানকুনিতে আ*গুন! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল দমকলকর্মীরা

প্রতীকী ছবি

ডানকুনিতে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। গত মে মাসেই প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ , মঙ্গলবার সকালে ডানকুনির চিপস কারখানায় আগুন লাগার ঘটনা ঘটল। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল কারখানায়। এর জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। কিন্তু জলের অভাবে আগুন নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন:আইপিএল অতীত, WTC ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া শুভমন


জানা গেছে, মঙ্গলবার সকালে চিপসের কারখানায় আগুন লাগার ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন ও ডানকুনি থানার পুলিশ।শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীরা জানান, আগুন নেভানোর সময় জল পেতে সমস্যা দেখা দিয়েছে। এরফলে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

Previous articleআইপিএল অতীত, WTC ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া শুভমন
Next article“ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি”, রেলকর্তাদের অডিও ফাঁস ইস্যুতে শুভেন্দুকে “পেগাসাস” ছ্যাঁকা কুণালের