স্বাস্থ্য বীমার অধীনে থাকা সরকারি কর্মীদের ক্যাশলেস সুবিধা দেড় লক্ষ থেকে ২ লক্ষ টাকা করা হলো। অর্থ দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য বীমার অধীনে থাকা সমস্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেসের সুবিধা পাওয়া যাবে। আগে দেড় লক্ষ টাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যেত। সম্প্রতি সরকারি কর্মী, আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী এই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন- স্মরণে সতীনাথ, মননে উৎপলা: সাদাকালো যুগের সুরেলা স্মৃতিতে জন্মশতবর্ষ উদযাপন!
