Wednesday, December 17, 2025

হাত ছেড়ে রবিবারই নতুন দল ঘোষণা করতে পারেন মরুরাজ্যের পাইলট

Date:

Share post:

কংগ্রেস(Congress) ছাড়তে চলেছেন সচিন পাইলট(Sachin Pailot) এই জল্পনা অনেকদিন ধরেই ঘুরছে জাতীয় রাজনীতিতে। এরইমাঝে জানা গেল আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে হাত ছেড়ে নিজের দল ঘোষণা করতে চলেছেন মরুরাজ্যের এই গুজ্জর সম্প্রদায়ের জনপ্রিয় নেতা। জানা গিয়েছে, ওইদিন জয়পুরে এক সমাবেশের ডাক দিয়েছেন সচিন সেখান থেকেই নিজের নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর পাইলটকে নিরস্ত্র করতে মাঠে নেমেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। তাঁর সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবং পাইলট যাতে এমন কোনও পদক্ষেপ না নেন তার জন্য বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালকে। যদিও তাতে কাজ কতটা হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দলের অন্দরে।

একের পর এক রাজ্যে চলতে থাকা কংগ্রেসের গোষ্ঠী কোন্দল শীর্ষ নেতৃত্ব সামাল দিতে সক্ষম হলেও রাজস্থানে দীর্ঘ দিন ধরে চলতে থাকা কোন্দল উত্তরোত্তর গুরুতর আকার নিয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন সচিন পাইলট। দুপক্ষকে সামাল দিতে দফায় দফায় তাদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। এমনকি দুই নেতাকে মুখোমুখি বসিয়েও আলোচনা হয়, কিন্তু লাভ কিছু হয়নি। এই পরিস্থিতিতে রবিবার জয়পুরে দলীয় সমাবেশ ডেকেছেন পাইলট। সুত্রের খবর, এই সমাবেশ থেকে নতুন দলও ঘোষণা করতে পারেন তিনি।

উল্লেখ্য, সচিন পাইলট যে নতুন দল ঘোষণা করতে চলেছেন এমন কানাঘুষো শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। তুন দল গঠন নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে একাধিকবার বৈঠক হয় তাঁর। নতুন দলের নাম, স্লোগান থেকে শুরু করে ভোটের রণকৌশল সবই ‘আইপ্যাকে’র উপরই ছেড়ে দিয়েছেন পাইলট। চলতি বছরের নভেম্বরে তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভোট। তিনটি জায়গাতেই বিজেপিকে হারিয়ে জয়ের সম্ভাবনা দেখছে হাত শিবির। এর মাঝে যদি মরুরাজ্যে দলে ভাঙন ধরে সেক্ষেত্রে কংগ্রেসের চিন্তা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...