Friday, August 22, 2025

কানাডায় ইন্দিরা হত্যার ট্যাবলো খালিস্তানিদের, তীব্র নিন্দা ভারতের

Date:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi) হত্যার ঘটনা তুলে ধরে ট্যাবলো বের করা হল কানাডায়(Canada)। খালিস্তানিদের(Khalistani) তরফে ব্রাম্পটনের রাস্তায় বের করা হয় এই ট্যাবলো। যেখানে হলুদ রঙের পতাকায় ট্যাবলোতে লেখা রয়েছে, ‘এটা প্রতিশোধ’। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এই নিন্দায় সরব হয়েছে কংগ্রেস(Congress)। পাশাপাশি এর নিন্দা করেছেন ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত। এছাড়াও ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar) এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ট্যাবলো। যেখানে দেখা যাচ্ছে, বাসভবনের বাগানে হাঁটার সময়ে শিখ দেহরক্ষীরা গুলি চালাল ইন্দিরা গান্ধীর দিকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। এই দৃশ্যের পিছনেই সাজানো ছিল খলিস্তানিদের হলুদ পতাকা। সেখানে লেখা ছিল, এটাই প্রতিশোধ। ট্যাবলোটি প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বলেই দাবি কংগ্রেসের। গোটা ঘটনার ভিডিও দেখে নিন্দায় সরব নেটিজেনরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে এই ব্রাম্পটনেই একটি হিন্দু মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা।

এই ঘটনার পর মুখ খুলেছেন ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ক্যামেরন ম্যাকে। টুইট করে তিনি বলেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর দৃশ্য নিয়ে ট্যাবলো বেরিয়েছে কানাডায়, সেই দৃশ্য দেখে আমি অত্যন্ত আতঙ্কিত। হিংসা বা ঘৃণা ছড়ানোর এমন ঘটনার তীব্র নিন্দা করছি আমি। কানাডার মাটিতে এমন কার্যকলাপের কোনও স্থান নেই।” পাশাপাশি সরব হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও। তাঁর মতে, ভোট ব্যাংকের রাজনীতি করতেই এমন অনভিপ্রেত ঘটনাকে উৎসাহ দেওয়া হচ্ছে। এমন ঘটনা ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version