ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসিকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল পিসিবি

সম্প্রতি বিশ্বকাপ নিয়ে সমাধানসূত্র খুঁজে বার করতে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে পাকিস্তানে যান পিসিবি প্রধান নাজম শেঠির সঙ্গে আলোচনা করতে।

চলতি বছরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে বড় মন্তব্য করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়ে দিয়েছে, দল ফাইনালে না উঠলে আহমেদাবাদে খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদসংস্থায়। তাদের রিপোর্ট অনুযায়ী পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে একদিনের বিশ্বকাপের ম‍্যাচ বিকল্প স্থান হিসেবে কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুুরুতে খেলতে আপত্তি নেই পাকিস্তান দলের।

সম্প্রতি বিশ্বকাপ নিয়ে সমাধানসূত্র খুঁজে বার করতে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে পাকিস্তানে যান পিসিবি প্রধান নাজম শেঠির সঙ্গে আলোচনা করতে। আর সেখানেই আইসিসি চেয়ারম্যানকে পিসিবি প্রধান জানিয়ে দেন একমাত্র নক-আউট পর্ব অথবা ফাইনাল ম্যাচ না হলে পাক দল কোনও অবস্থায় আহমেদাবাদে খেলবে না।

এই নিয়ে পাক বোর্ডের একটি সূত্র জানিয়েছে, “নাজম শেঠি আইসিসি চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজারকে এটা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, একমাত্র নক-আউট পর্ব অথবা ফাইনাল ম্যাচ না হলে পাক দল কোনও অবস্থায় আহমেদাবাদে খেলবে না।”

পাক বোর্ডের ওই সূত্র আরও জানিয়েছেন, “পিসিবি প্রেসিডেন্ট অনুরোধ করেছেন, যদি সরকার বিশ্বকাপ খেলার বিষয়ে সবুজ সঙ্কেত দেয়, তাহলে পাক দলের ম্যাচ যেন কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুতে দেওয়া হয়।” জানা যাচ্ছে, আহমেদাবাদে খেলার বিষয়ে পাক দলের ক্রিকেটারেরা নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে রয়েছেন।

আরও পড়ুন:হে.নস্থা নয়, বৈ.ষম্যের শিকার, ব্রিজভূষণ-এর বিরুদ্ধে অভিযোগ বদল নাবালিকা কুস্তিগিরের বাবার