Thursday, December 25, 2025

WTC ফাইনাল, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, ৫ উইকেট হারিয়ে ১৫১ রান টিম ইন্ডিয়ার

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান ভারতের। ৩১৮ রানে এগিয়ে অজিরা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অজিঙ্কে রাহানে এবং শ্রীকর ভরত। ২৯ রানে অপরাজিত অজিঙ্কে। ৫ রানে অপরাজিত ভরত।

প্রথম দিনে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ রান করেন অজিরা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও শুরু থেকেই ভালো ব্যাট করতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার। ১২১ রান করেন স্টিভ স্মিথ। ট্রাভিস হেড করেন ১৬৩ রান। ৪৮ রান করেন অ‍্যালেক্স ক‍্যারি। তাদের ব‍্যাটিং-এ ভর করে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ করে অজিরা। ভারতের হয়ে চার উইকেট নেন মহম্মদ সিরাজ। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে অজিদের ৪৬৯ রান তারা করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। ব্যর্থতা যেন কাটছেই না ভারত অধিনায়ক রোহিত শর্মার। ২৬ বল খেললেও মাত্র ১৫ রান করেই আউট হয়ে যেতে হয় রোহিতকে। ১৫ বলে ১৩ রান করে আউট হন আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জেতা শুভমন গিল। গুজরাত টাইটান্সের জার্সিতে তিনি যতটা উজ্জ্বল, টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে তিনি ততটাই বর্ণহীন। যার জেরে সমালচনাও শুনতে হয়েছে তাঁকে। কিন্তু ততক্ষণে ভারতের ক্ষতি হয়ে গিয়েছে। কাউন্টি ক্রিকেটে ভালো ফর্মে থাকলেও বড় মঞ্চে আবারও ব্যর্থ চেতেশ্বর পুজারা। ২৫ বল খেলে ১৪ রান করে আউট হন তিনি। বিরাট কোহলিও রান করতে পারেননি। ৩১ বলে ১৪ রান করে আউট হন কিং কোহলিও। এরপর থেকেই চাপ বাড়তে থাকে ভারতীয় দলের। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। নতুন বলে একেবারেই ভালো খেলতে পারেননি ভারতের ব্যাটাররা। তবে এরপরেই রুখে দাঁড়ান অজিঙ্কে রাহানে এবং রবীন্দ্র জাদেজা। দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন জাদেজা। ৫১ বলে ৪৮ রান করে আউট হন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে নামছেন সুনীলরা, ভারতের মুখোমুখি মোঙ্গোলিয়া


 

 

spot_img

Related articles

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...