Wednesday, July 2, 2025

দেশে ৪ বছরে ডা*য়াবেটিস রোগী বেড়েছে ৪৪ শতাংশ!

Date:

Share post:

ডায়াবেটিসের আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তা রীতিমতো উদ্বেগজনক। সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট বলছে, ভারতে ৪ বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েছে ৪৪ শতাংশ। এই মুহূর্তে এই রোগের শিকার দেশের ১০ কোটিরও বেশি মানুষ। অথচ মাত্র ৪ বছর আগে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৭ কোটি।

আসলে উদ্বেগের আরেকটি কারণ হলো, প্রায় ১৩ কোটি ৬ লক্ষ মানুষের মধ্যেই রয়েছে ডায়াবেটিসের পূর্বলক্ষণ। চিকিৎসাশাস্ত্রের ভাষায় যাঁদের বলা যেতে পারে প্রিডায়াবেটিক। দেশের মোট জনসংখ্যার মোট ১৫.৩ শতাংশের মধ্যেই লুকিয়ে রয়েছে এই সাইলেন্ট কিলারের পূর্বলক্ষণ। যা নিঃশব্দে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে চোখ, কিডনি, লিভার এবং হৃদযন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের।লন্ডনের মেডিক্যাল জার্নাল ‘ল্যানসেট’এ প্রকাশিত আইসিএমআর-এর সমীক্ষা রিপোর্টে ধরা পড়েছে এই উদ্বেগজনক ছবি। এই রোগের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে গোয়ায় (২৬.৪ শতাংশ)। তারপরেই পুদুচেরি (২৬.৩ শতাংশ) এবং কেরলে (২৫.৫ শতাংশ)। এরপরে চণ্ডীগড়, দিল্লি, তামিলনাড়ু। বাংলার স্থান সপ্তমে। শতাংশের হিসেবে ১৩.৭। কিন্তু দুশ্চিন্তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং অরুণাচলের মতো রাজ্যে এখনও পর্যন্ত ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে কম হলেও, গবেষকদের সতর্কবার্তা, সামনের কয়েকবছরে এই রাজ্যগুলিতে দ্রুত মাথাচাড়া দিতে পারে এই রোগ। লক্ষণীয়, চিকিৎসাশাস্ত্র বলছে, টাইপ-টু ডায়াবেটিসের নেপথ্য কারণ মূলত ৪টি। বংশগতির ধারা, কম দৈহিক পরিশ্রম, দুশ্চিন্তাময় জীবন এবং লাগামহীন খাদ্যাভ্যাস। নিয়মিত শরীরচর্চা, নিয়মিত হাঁটা, পরিমিত আহার এবং চিন্তাধারায় নিয়ন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে পারে এই নিঃশব্দ ঘাতকের বিরুদ্ধে সফল লড়াইয়ে। সবচেয়ে জরুরি, উদ্বেগমুক্ত জীবন। কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না বলে যোগাসনের অনুশীলন এক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। বিকল্প নেই প্রাতঃভ্রমণেরও।তবে নিয়মিত ভাবে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। যদি চিকিৎসক মনে করেন তাহলে তাঁর পরামর্শ মেনে অবশ্যই ওষুধ খান।

spot_img

Related articles

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর...

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য...

‘কর্পূর’: ছবির স্টার কাস্টের মতোই অভিনব লোগো প্রকাশ

বাংলা ছবির নাম, বিষয় আর স্টার কাস্ট ঘোষণা হতেই তাই নিয়ে প্রবল আলোড়ন টলিউড জুড়ে- এই ঘটনা বোধহয়...

বুধে বিধানসভায় শপথ কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক অলিফা আহমেদের 

কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অলিফা আহমেদ বুধবার রাজ্য বিধানসভায় শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন...