ওষুধের খামে এবার থেকে বাংলায় লিখতে হবে খাওয়ার পরিমাণ-নিয়ম, নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্যের সর্বস্তরের সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বিলি করা ওষুধের খামে এবার থেকে বাধ্যতামূলক ভাবে বাংলায় তা খাওয়ার পরিমাণ ও নিয়ম লিখে দিতে হবে। যাতে ইংরেজি না জানা রোগীরা অসুবিধায় না পড়েন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালের ফার্মাসি থেকে যখন কোনও রোগী বা তাঁর পরিজন কোনও ওষুধ নেবেন তখন প্রতি ধরনের ওষুধ আলাদা খামে ভরে দিতে হবে। সেই সঙ্গে প্রতিটি খামের গায়ে হাসপাতালের রবার স্ট্যাম্প দিয়ে বাংলায় কোন ওষুধ কতটা, কখন, কতবার খাবেন, তা লিখে দিতে হবে।

দুর্বোধ্য প্রেসক্রিপশন এবং ইংরেজিতে লেখা ব্যবস্থাপনার কারণে ওষুধের নাম, সময়, ডোজ সংক্রান্ত ভুলভ্রান্তি বন্ধ করতেই এই উদ্যোগ বলে স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে। এর ফলে রোগীর সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে। এছাড়া, সরকারি ক্ষেত্রে স্থানীয় ভাষার ব্যবহারও বাড়বে। গ্রাম বাংলার অনেক মানুষই বেশির ভাগ সময় ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন দুর্বোধ্য শব্দগুলি পড়ে বুঝতে পারেন না। তাঁদের ক্ষেত্রে এই বাংলায় লেখা অনেক সমস্যার সমাধান ঘটিয়ে দেবে। তাঁরা নিজেরাই বুঝতে পারবেন কোন ওষুধ দিনে কতবার, কোন কোন সময়ে, ঠিক কতটা খেতে হবে।

আরও পড়ুন- শনিবার থেকে ছুটি বাতিল রাজ্যের সমস্ত পুলিশ কর্মীর, জারি নির্দেশিকা

Previous articleদেশে ৪ বছরে ডা*য়াবেটিস রোগী বেড়েছে ৪৪ শতাংশ!
Next articleশাস্ত্রীয় নৃত্য তালে ‘পায়েল’ -এর সাংস্কৃতিক অনুষ্ঠান!