জয় দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু ভারতের

এদিকে এদিন ম্যাচ শুরুর আগে ভুবনেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন সুনীল ছেত্রীরা।

জয় দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩ এর অভিযান শুরু করল ভারত। এদিন প্রথম ম‍্যাচে মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারাল সুনীল ছেত্রীর দল। টিম ইন্ডিয়ার হয়ে দুই গোল সাহাল আব্দুল সামাদ এবং ছাংতের।

ম‍্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ইগর স্টিমাচের দল। ম‍্যাচ শুরুর দুই মিনিটেই গোল পায় ভারত। অনিরুদ্ধ থাপার ক্রস মঙ্গোলিয়ার গোলরক্ষক এনখতাইভান ধরতে পারেননি, যার রিবাউন্ডে গোল করেন সাহাল আব্দুল সামাদ। এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে সুনীলরা। যার ফলে ম‍্যাচের ১৪ মিনিটে দ্বিতীয় গোল করে ব্লু টাইগার্স। কর্নার থেকে সন্দেশ ঝিঙ্গানের হেড ব্লক করলেও তা ক্লিয়ার করতে ব্যর্থ হন মঙ্গোলিয়ার ডিফেন্ডাররা, আর সেই ভিড়ে গোল করেন ছাংতে। এরপর ভারতের আক্রমণ চলতেই থাকে। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নাওরেম মহেশ নেমে কিছু সুযোগ তৈরি করেন, তবে তা কাজে লাগানো যায়নি। ৮৩ মিনিটে তিন গোলে এগিয়ে যেতে পারত ভারত। তবে তা হয়নি। থাপার ক্রসে রোহিত কুমার হেড করলে সেটি পোস্টে লাগে। যার ফলে শেষ অবধি ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইগর স্টিমাচের দল।

এদিকে এদিন ম্যাচ শুরুর আগে ভুবনেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন সুনীল ছেত্রীরা। ওড়িশায় প্রথম বার কোনও আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয় ভারতীয় দল। কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

আরও পড়ুন:WTC ফাইনাল, তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অজিদের রান ৪ উইকেট হারিয়ে ১২৩, ২৯৬ রানে পিছিয়ে ভারত

 

 

Previous articleWTC ফাইনাল, তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অজিদের রান ৪ উইকেট হারিয়ে ১২৩, ২৯৬ রানে পিছিয়ে ভারত
Next articleদেশে ৪ বছরে ডা*য়াবেটিস রোগী বেড়েছে ৪৪ শতাংশ!