Monday, August 25, 2025

পাইলটের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে: মরুরাজ্যে কোন্দলের মাঝেই দাবি গেহলটের

Date:

দীর্ঘদিন ধরে চলতে থাকা কংগ্রেসের কোন্দল চরম আকার নিয়েছে মরুরাজ্যে। জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot) সঙ্গে সংঘাতের জেরে এবার কংগ্রেস(Congress) ছেড়ে নতুন দল গড়বেন সচিন পাইলট(Sachin Pailot)। এহেন পরিস্থিতির মাঝেই এবার চাঞ্চল্যকর দাবি করলেন গেহলট। জানালেন, “পাইলটের সঙ্গে আমার স্থায়ী সমঝোতা হয়ে গিয়েছে।” তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে সত্যিই সমঝোতা নাকি পাইলটকে কটাক্ষ করলেন গেহলট।

আসলে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চরম আকার নিয়েছে সচিন পাইলটের। বারবার দুজনকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছে হাইকম্যান্ড। কোনও ফল হয়নি। এই পরিস্থিতিতে সুত্র মারফৎ জানা যাচ্ছিল আগামী রবিবার নিজের নতুন দল ঘোষণা করবেন পাইলট। এই পরিস্থিতিতেই গেহলটের এহেন মন্তব্য। তবে রবিবারের সমাবেশ থেকে যাতে শচীন দল গঠনের সিদ্ধান্ত ঘোষণা না করেন সেই চেষ্ঠা চালিয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস। দলের আশা পাইলটকে চরম সিদ্ধান্ত নেওয়া থেকে আটকে দিতে তারা সক্ষম হবেন। সোমবার আমেরিকা সফর শেষ করে দেশে ফিরছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাই চরম সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন সময় নেওয়ার জন্য সচিনের কাছে কংগ্রেসের তরফে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

কংগ্রেসের একাংশ সচিনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছে। তাঁকে বলা হয়েছে তাঁর দাবিদাওয়া নিয়ে ভাবনাচিন্তা চলছে। রাহুল গান্ধী দেশে ফিরলেই কংগ্রেস সভাপতি তাঁর সঙ্গে বৈঠক করবেন। তবে পাইলটের তরফে এখনও ইতিবাচক কোনও বার্তা দেওয়া হয়নি। একান্তই যদি সচিনকে নিরস্ত করা না যায়, সেক্ষেত্রে দলের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর গেহলটের বাসভবনে বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যেই বৃহস্পতিবার এই মন্তব্য করেন গেহলট।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version