Thursday, August 28, 2025

কালিয়াগঞ্জকাণ্ডে বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের

Date:

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে মাস কয়েক আগে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি।সেই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা উপেন বিশ্বাস, আইপিএস অফিসার দময়ন্তী সেন ও রাজ্যের প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে সিটের সদস্য হিসেবে নিয়োগ করেন বিচারপতি।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার জোড়া মামলা করল রাজ্যের।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সোমবার দুটি মামলারই শুনানি। জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনের বিরোধিতা করে প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। এর পাশাপাশি কালিয়াগঞ্জ কাণ্ডের তদন্তে সিটকে অসহযোগিতার অভিযোগ উঠছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা। সেই নির্দেশেরও বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের।

প্রসঙ্গত,গতকালই সিটকে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ করা হয়েছে বিচারপতির মান্থার এজলাসে। বৃহস্পতিবার শুনানি চলাকালীন বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই অভিযোগ সত্য হলে প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে হবে।

সম্প্রতি হাইকোর্টের বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন, কালিয়াগঞ্জ-কাণ্ডের তদন্ত করবে আদালতের গঠিত এই সিট। সিটের সদস্যরা প্রয়োজন মনে করলে, ফের দেহের ময়নাতদন্তও করতে পারবে বলে জানিয়েছিল আদালত। একইসঙ্গে হাইকোর্ট এও জানিয়েছিল সিআরপিসি অনুযায়ী, তদন্তের প্রয়োজনে সব ক্ষমতা দেওয়া হয়েছে সিটকে এবং প্রয়োজনে তদন্তের খাতিরে নতুন অফিসার যুক্ত করতে পারবে সিট।

কিন্তু আজ রাজ্যের জোড়া মামলার পর এখন দেখার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় কি রায় দেয়।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version