নবজোয়ারে আজ-কাল মতুয়া অধ্যুষিত এলাকায় জনসংযোগ অভিষেকের, যাবেন ঠাকুর বাড়িও

ঠাকুর বাড়িকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনায় মতুয়া সমাজের রাজনীতির কক্ষপথ। একুশের বিধানসভা ভোটে ভরাডুবির মাঝেও মতুয়া অধ্যুষিত বনগাঁ উত্তর ও দক্ষিণ, গাইঘাটা এবং বাগদায় বিজেপি প্রার্থী জয়ী হয়

পঞ্চায়েত ভোটের কাউন্ট-ডাউন শুরু। চলছে মনোনয়ন পর্ব। কিন্তু নিজের লক্ষ্যে অবিচল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় জনসংযোগ সারবেন অভিষেক।

 

এদিন দুপুরে সর্বপ্রথম উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ব্লকের কাঁপা মোড়ে জেলায় আগমন ও স্বাগত অনুষ্ঠানে যোগ দেবেন অভিষেক। এরপর গাইঘাটার মড়ালডাঙা মোড় থেকে কাঁঠালতলা মোড় পর্যন্ত রোড-শো। পরে আরেকটি রোড-শো রায় মিষ্টান্ন ভাণ্ডার থেকে চাঁদপাড়া বাজার পর্যন্ত। এরই মাঝে গাইঘাটার জলেশ্বর মন্দিরে যাবেন অভিষেক। যদি অভিষেক পুজো দেন, সে বিষয়টি মাথায় রেখে মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর জন্য ডাবসহ পাঁচরকম ফল এবং আকন্দের মালায় সাজিয়ে রাখা হবে বিশেষ ডালা।

রামচন্দ্রপুর পল্লিমঙ্গল বিদ্যাপীঠে রাত্রিযাপন করবেন। আগামিকাল বিকেলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক। এই ঠাকুর বাড়িকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনায় মতুয়া সমাজের রাজনীতির কক্ষপথ। একুশের বিধানসভা ভোটে ভরাডুবির মাঝেও মতুয়া অধ্যুষিত বনগাঁ উত্তর ও দক্ষিণ, গাইঘাটা এবং বাগদায় বিজেপি প্রার্থী জয়ী হয়। লোকসভা ভোটেও বনগাঁ কেন্দ্র হাতছাড়া হয়েছিল তৃণমূলের। ফলে এই এলাকাগুলিতে বিজেপির একটা প্রভাব রয়েছে। সুতরাং, জনসংযোগ যাত্রায় অভিষেকের ঠাকুর বাড়িতে যাওয়া রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:শনিবারও স্বস্তির বৃষ্টি কলকাতায়! কবে রাজ্যে পাকাপাকিভাবে প্রবেশ করবে বর্ষা?