অনেকদিন ধরেই আকাশ মিশ্রকে নিয়ে দড়ি টানাটানি চলছিল। হায়দরাবাদ এফসি-র এই ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বই সিটি এফসি। আর সূত্রের খবর, মোহনবাগানকে পেছনে ফেলে মুম্বই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন আকাশ।

গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে আইএসএল-এ লেফট ব্যাক হিসাবে দারুণ খেলেছিলেন আকাশ। ওভারল্যাপ করে ফরোয়ার্ডদের লক্ষ্য করে নিখুঁত ক্রস বাড়ানোর পাশাপাশি ওভারল্যাপে উঠে এসে প্রতিপক্ষের বক্সেও হানা দিতে পারেন আকাশ। আর প্রতিভাবান ফুটবলারকে দলে নিতে ঝাপিয়ে ছিল বাগান কর্তারা। তবে শেষমেশ মোহনবাগানের মুখ থেকে কার্যত ছিনিয়ে নিল মুম্বই সিটি এফসি।এবারের ট্রান্সফার মার্কেটে বারেবারেই লড়াইয়ে নেমেছে মোহনবাগান ও মুম্বই। তবে আকাশের ক্ষেত্রে জয়ী হল মুম্বই।
ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলা শুরু করেছিলেন আকাশ। ২০২০-২১ মরশুমে সুযোগ আসে আইএসএল-এর ক্লাব হায়দরাবাদের পক্ষ থেকে। সেই সময়ই আকাশ সই করেন আইএসএল দল হায়দরাবাদ এফসির হয়ে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে সেরা ফুটবলারের খেতাব জিতে নেন আকাশ। প্রথম মরশুমেই নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। সেই আকাশই এবার মুম্বইয়ে। সূত্রের খবর, মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে আকাশকে সই করাতে চলেছে মুম্বই সিটি এফসি। গত মরশুমে লিগ শিল্ড জিতলেও আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই। তাই এই মরশুমে নতুন করে ঝাঁপাচ্ছে মুম্বই।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জাড্ডু
