Sunday, February 1, 2026

আজ রাতে চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মুখোমুখি ম‍্যাঞ্চেস্টার সিটি বনাম ইন্টার মিলান

Date:

Share post:

আজ রাতে উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ম‍্যাঞ্চেস্টার সিটি বনাম ইন্টার মিলান। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ার সুযোগ ম্যান সিটির সামনে। সেই সঙ্গে ত্রিমুকুট জয়ের হাতছানি পেপ গুয়ার্দিওলার দলের সামনে। শেষ ১২ বছরে সাতটি প্রিমিয়ার লিগ খেতাব জিতেছে ম্যান সিটি। কিন্তু ইউরোপ সেরার খেতাব অধরাই থেকেছে তাদের।

গুয়ার্দিওলাকে কোচ করে আনার পর দু’বার অল্পের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেতাব হাতছাড়া হয়েছে এতিহাদের ক্লাবটির। ২০২১ সালে চেলসির কাছে ফাইনালে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়। আর গত বছর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দুই পর্ব মিলিয়ে ৬-৫ গোলের গড়ে হারতে হয় সিটিকে। এবার শাপমুক্তির অপেক্ষায় নীল ম্যাঞ্চেস্টারের সমর্থকরা। ঠোঁট আর কাপের দূরত্বের মধ্যে বাধা শুধু ইন্টার মিলান। শনিবার রাতে তুরস্কের রাজধানীতে স্বপ্নপূরণের ম্যাচ সিটির।

ইস্তানবুলের উদ্দেশে রওনা হওয়ার আগে ম্যান সিটির সমর্থকরা প্রিয় দলের টিম বাসের সামনে হাতে ক্লাবের পতাকা নিয়ে বিদায় অভ্যর্থনা জানান। তাঁদের সমবেত দাবি ছিল, ট্রফি নিয়েই ফিরতে হবে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখনও অপরাজিত সিটি। তবে সিমিওনে ইনজাঘির ইন্টারের সামনে লড়াই সহজ হবে না সিটির। তাই পেপের দল সতর্ক। ইতালীয় প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছে তারা। বিশেষ করে রক্ষণ জমাট রেখে লওতারো মার্টিনেজদের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল নিয়ে বাড়তি সতর্ক থাকছেন কেভিন ডি’ব্রুইন, আর্লিং হালান্ডরা।

গোলের জন্য ফাইনালেও সিটি তাকিয়ে থাকবে তাদের গোলমেশিন হালান্ডের দিকে। কেরিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোলের অভ্যাস ধরে রাখতে মরিয়া নরওয়ের স্ট্রাইকার। কাইল ওয়াকারের চোটে একটু চিন্তা আছে পেপের। তবে তিনি আশাবাদী, ফাইনালে খেলতে পারবেন এই ডিফেন্ডার।

আরও পড়ুন:‘WTC ফাইনালে খারাপ পিচের জন‍্যই ব‍্যাটিং বিপর্যয়’, বললেন শার্দুল

 

 

spot_img

Related articles

রবিবার ছুটির দিনে বেনজির বাজেট! বঞ্চনার আবহে বাংলার প্রাপ্তি নিয়ে সংশয়

প্রথা ভেঙে এবার ছুটির দিন রবিবারেই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি তাঁর নবম...

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...