Tuesday, November 4, 2025

আজ রাতে চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মুখোমুখি ম‍্যাঞ্চেস্টার সিটি বনাম ইন্টার মিলান

Date:

Share post:

আজ রাতে উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ম‍্যাঞ্চেস্টার সিটি বনাম ইন্টার মিলান। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ার সুযোগ ম্যান সিটির সামনে। সেই সঙ্গে ত্রিমুকুট জয়ের হাতছানি পেপ গুয়ার্দিওলার দলের সামনে। শেষ ১২ বছরে সাতটি প্রিমিয়ার লিগ খেতাব জিতেছে ম্যান সিটি। কিন্তু ইউরোপ সেরার খেতাব অধরাই থেকেছে তাদের।

গুয়ার্দিওলাকে কোচ করে আনার পর দু’বার অল্পের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেতাব হাতছাড়া হয়েছে এতিহাদের ক্লাবটির। ২০২১ সালে চেলসির কাছে ফাইনালে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়। আর গত বছর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দুই পর্ব মিলিয়ে ৬-৫ গোলের গড়ে হারতে হয় সিটিকে। এবার শাপমুক্তির অপেক্ষায় নীল ম্যাঞ্চেস্টারের সমর্থকরা। ঠোঁট আর কাপের দূরত্বের মধ্যে বাধা শুধু ইন্টার মিলান। শনিবার রাতে তুরস্কের রাজধানীতে স্বপ্নপূরণের ম্যাচ সিটির।

ইস্তানবুলের উদ্দেশে রওনা হওয়ার আগে ম্যান সিটির সমর্থকরা প্রিয় দলের টিম বাসের সামনে হাতে ক্লাবের পতাকা নিয়ে বিদায় অভ্যর্থনা জানান। তাঁদের সমবেত দাবি ছিল, ট্রফি নিয়েই ফিরতে হবে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখনও অপরাজিত সিটি। তবে সিমিওনে ইনজাঘির ইন্টারের সামনে লড়াই সহজ হবে না সিটির। তাই পেপের দল সতর্ক। ইতালীয় প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছে তারা। বিশেষ করে রক্ষণ জমাট রেখে লওতারো মার্টিনেজদের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল নিয়ে বাড়তি সতর্ক থাকছেন কেভিন ডি’ব্রুইন, আর্লিং হালান্ডরা।

গোলের জন্য ফাইনালেও সিটি তাকিয়ে থাকবে তাদের গোলমেশিন হালান্ডের দিকে। কেরিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোলের অভ্যাস ধরে রাখতে মরিয়া নরওয়ের স্ট্রাইকার। কাইল ওয়াকারের চোটে একটু চিন্তা আছে পেপের। তবে তিনি আশাবাদী, ফাইনালে খেলতে পারবেন এই ডিফেন্ডার।

আরও পড়ুন:‘WTC ফাইনালে খারাপ পিচের জন‍্যই ব‍্যাটিং বিপর্যয়’, বললেন শার্দুল

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...