Saturday, November 8, 2025

শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত যুবককে বাড়ি ছাড়ার নোটিশ, কোথায় মোদির সেনা প্রেম?

Date:

কোনও প্রয়োগ নেই। মোদি সরকারের (Modi Government) সেনা প্রেম যে আসলে ফাঁকা আওয়াজ কাশ্মীরের (Kashmir)ঘটনাই তা ফের প্রমাণ করে দিল। ১৯ বছর বয়সী শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি যুবককে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হল। এটাই নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) সেনা প্রেম। একদিকে রাজধানীতে অলিম্পিক মেডেল জয়ীদের পুলিশ দিয়ে পেটানো, অন্যদিকে শৌর্যবীরচক্র প্রাপককে বাড়ি ছাড়া করা- মোদি সরকারের আচ্ছে দিনের উদাহরণ একেবারে স্পষ্ট। ভোট সর্বস্ব প্রচারের আড়ালে সবটাই যে ফাঁকা আওয়াজ ফের তা স্পষ্ট হল দেশের মানুষের কাছে।

২০১৭ সালে একটি জঙ্গি হামলায় বাবাকে হারিয়েছিলেন জম্মু-কাশ্মীরের শোপিয়ানের নাগবালের প্রাক্তন বাসিন্দা ইরফান রমজান শেখ (Irfan Ramzan Sheikh)। ২০১৯ সালে তিনি শৌর্য চক্র পুরস্কার পেয়েছিলেন। ২০১৭ সালে ১৪ বছর বয়সী ইরফান এক জঙ্গিকে হত্যা করে। পরের দিন জনতা তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইরফানকে তাঁর সাহসিকতার জন্য তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শৌর্য চক্রে ভূষিত করেছিলেন । এরপর তাঁদের পরিবারটি শহরের উপকণ্ঠে নতুন করে বাসস্থান গড়ে তোলেন। এবার তাঁকে ঘরছাড়া করতে উঠে পড়ে লেগেছে এই সরকার। শুক্রবার ইরফান সাংবাদিকদের বলেন, “আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে এবং আমাকে মানসবলের সৈনিক স্কুলে ভর্তি করানো হয়েছিল।” তিনি বলেন, “এখন আমাকে এই গোটা সিজনের জন্য স্কুলের ১.২ লক্ষ টাকা ফি দিতে বলা হচ্ছে। পাশাপাশি আমার বাড়িতে একটি নোটিশ লাগানো হয়েছে, আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে।” পরিবারকে একটি বরাদ্দপত্র দেখাতে বলা হয়েছে । ইরফান বলছেন তাঁদের নিরাপত্তাজনিত জরুরি অবস্থার কারণে তখন সবার আগে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ডকুমেন্ট অত গুরুত্বপূর্ণ ছিল না। অথচ আজ প্রমাণ দেখাতে বলা হচ্ছে। এই হল মোদি সরকারের সেনা প্রেম। ভোটের আগে বড় বড় ভাষণ দিয়ে মানুষকে বোকা বানানো আর সমবেদনার নাটক এই সরকারের আসল চরিত্র। ইরফান নিজে রাষ্ট্রপতির থেকে পুরস্কার পেয়েছেন। তাঁর মা জম্মু-কাশ্মীর সরকারের সেরিকালচার ডিপার্টমেন্টে একজন সহকারী হিসেবে কাজ করেন। অথচ তাঁদের সঙ্গেই যদি এত নিকৃষ্ট আচরণ করা হয় তাহলে সাধারণ মানুষের কী দায়িত্ব নেবে এই আত্মপ্রচারে ডুবে থাকা জনবিরোধী সরকার? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:প্রার্থী খুঁজে না পেয়ে অভিনব নাটক বিজেপির! কাকদ্বীপে পোস্টার ঘিরে চা.ঞ্চল্য

 

 

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version