Thursday, August 21, 2025

ব্রিজভূষণের বিরুদ্ধে হেন.স্থার প্রমাণ দিতে অভিযোগকারীদেরই অডিও-ভিডিও জমা দিতে বলল দিল্লি পুলিশ!

Date:

Share post:

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌ.ন হেনস্থার অভিযোগ আনেন দেশের কুস্তিগির বজরং পুনিয়া, বিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা। দীর্ঘদিনের লড়াইয়ের পর সেই অভিযোগের  তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। আর সেই তদন্তের উঠে এল নয়া মোড়। অভিযোগকারী মহিলা কুস্তিগিরদের কাছে যৌ.ন হেনস্থার প্রমাণ চাইল দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ মহিলা কুস্তিগিরদের বুকে, গায়ে, ইচ্ছাকৃতভাবে হাত দিতেন ব্রিজভূষণ। সেই অভিযোগের প্রমাণ হিসাবে অভিযোগকারীদের কাছে ছবি, ভিডিও, অডিও জমা দিতে বলল দিল্লি পুলিশ।

সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ প্রথমে কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে দুটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। যার মধ‍্যে একটি ছিল পকসো আইনের অধীনে। যদিও এক অভিযোগকারী নাবালিকা কুস্তিগিরের বাবা পকসো আইনের অধীনে দায়ের করা অভিযোগ তুলে নেন। আর অন‍্যদিকে আরও ৬ জন মহিলা কুস্তিগির একটি অভিযোগ দায়ের করেন ব্রিজভূষণের বিরুদ্ধে। সেই অভিযোগেরই তদন্ত এখন করছে দিল্লি পুলিশ।

এদিকে এখনই প্রতিবাদের পথ থেকে সরতে নারাজ আন্দোলনকারী কুস্তিগিরেরা। ব্রিজভূষণের গ্রেফতারির দাবি থেকে সরছেন না বজরং-সাক্ষী-বিনেশরা। ১৫ জুনের মধ্যে অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আবার পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী কুস্তিগিররা। তাঁদের অভিযোগ, অভিযোগকারীদের  উপর বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। সাক্ষীদের অভিযোগ চাপের মুখেই অভিযোগের বয়ান বদল করতে বাধ্য হয়েছেন নাবালিকা কু্স্তিগিরের বাবা।

এই নিয়ে সাক্ষী বলেন, “আর কী প্রমাণ চাই। নথিভুক্ত বয়ান হঠাৎ কীভাবে পরিবর্তন হল, বুঝতে পারছি না আমরা। পরিষ্কার বোঝা যাচ্ছে নাবালিকা কুস্তিগিরের বাবাকে চাপ দেওয়া হয়েছে। অসম্ভব চাপ দেওয়া হচ্ছে। জানি না এভাবে আমরা কত দূর লড়াই করতে পারব।” বজরং বলেন, “ঠিক কী ঘটেছিল, তা ওই কুস্তিগিরের পরিবারই বলতে পারবে। সে নাবালিকা না কি সাবালিকা, তা-ও তাঁরা জানেন। তবে অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে আমাদের আন্দোলনকে দুর্বল করার জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী আমাদের যথাযথ তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা ১৫ জুন পর্যন্ত অপেক্ষা করব। না হলে আবার পথে নামব। আন্দোলনের জন্য কুস্তিগিরেরা কেউ সরকারি কাজে ফাঁকি দিচ্ছে না।”

আরও পড়ুন:WTC ফাইনালে আজ জয়ের লক্ষ‍্যে ভারত, ক্রিজে বিরাট-রাহানে, লক্ষ‍্য ২৮০ রান


 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...