Thursday, November 13, 2025

ভোটের মুখে মোদি সরকারের ‘চাল’! বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Date:

পঞ্চায়েত ভোটের মুখে মোদি সরকারের চাল। এতদিন আটকে রেখে বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, মূলধন খাতে ব্যয়, উন্নয়ন প্রকল্প খাতে অর্থের জোগান ও জনকল্যাণ কর্মসূচিতে ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলার বকেয়া আটকে রেখেছে কেন্দ্রে মোদি সরকার। আর তার পিছনে মূল ষড়যন্ত্রকারী বঙ্গ বিজেপি। তারাই দিল্লিতে গিয়ে দরবার করে বাংলার উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার তদ্বির করেছে। সামনেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যে দিন ঘোষণা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার প্রাপ্য আটকে রাখা পঞ্চায়েত ভোটে বিজেপির প্রচারে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা বুঝেই এবার প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।

অতীতে দেখা গিয়েছে, কোনও খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করলেই রাজ্য বিজেপি কেন্দ্রের দ্বারস্থ হয়েছে। তার পর সেই বরাদ্দ স্থগিত রাখার বা কোনও কারণ দেখিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন আবাস যোজনা খাতে ৮২০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও, তা আদতে বাংলা পায়নি। কারণ, তালিকা তৈরির সময় দুর্নীতির কারণ দেখিয়ে তা স্থগিত রাখা হয়েছে।
তবে এবার যে খাতে রাজ্যকে ৮৮৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা হল রাজ্যের হকের পাওনা। কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে যে করগুলি আদায় করে তার একাংশ সেই রাজ্যের পাওনা। সেই খাতে সবকটি রাজ্য মিলিয়ে মোট ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়তন ও অধিক কর আদায়ের কারণে তার মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্য পেয়েছে ২১২১৮ কোটি টাকা।

আরও পড়ুন- জিএসটি নিয়ে অনিয়ম রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, ৩৭ হাজার ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট বাতিল

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, মোট কর আদায়ের ৪২ শতাংশ রাজ্যের পাওয়ার কথা। আগে কেন্দ্রীয় অনুদানে চলা প্রকল্পের সংখ্যা বেশি ছিল। পরে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে বলা হয়, সবার পায়ের জুতোর মাপ সমান নয়। যে রাজ্যের যেমন চাহিদা সেখানে তেমন উন্নয়ন প্রকল্প রচনার অধিকার ওই রাজ্যের রয়েছে। সুতরাং রাজ্যের হাতে অধিকতর অর্থ দেওয়া হোক। যাতে রাজ্য তার নিজের মতো প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ করতে পারে। মঙ্গলবার ওই খাতেই ৯ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে বাংলা।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version