Friday, November 28, 2025

মুশকিল আসান: অভিষেককে জানানোর পরেই আরামবাগের তেলুয়ায় শুরু রাস্তা তৈরির কাজ

Date:

তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচিতে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে বিভিন্ন অভাব-অভিযোগের কথা জানাচ্ছেন স্থানীয়রা। সাধ্য মতো তাঁর সমাধানের পথ করে দিচ্ছেন তৃণমূল সাংসদ। হুগলিতেও রীতিমতো রাস্তায় শুয়ে সমস্যার কথা অভিষেককে জানিয়ে ছিলেন স্থানীয় বৃদ্ধ। কয়েকদিনের মধ্যেই রাস্তা তৈরির প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেল।

হুগলির (Hoogli) আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া এলাকায় জনসংযোগ যাত্রার সময় রাস্তায় শুয়ে এক বৃদ্ধ শিক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলাকার রাস্তার সমস্যার কথা জানিয়েছিলেন। ওই শিক্ষকের সঙ্গে এলাকার মহিলারাও জানান সমস্যার কথা। তখনই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন অভিষেক। এবার তাঁর নির্দেশে নতুন রাস্তা পেতে চলেছে গ্রামের মানুষজন। স্থানীয়রা জানান, অভিষেককে জানাতেই রাতারাতি মুশকিল আসান। দুটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। যার মোট দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এরপরই চটজলদি রাস্তার কাজের আশ্বাস মেলায় খুশি গ্রামের মানুষজন।

আরও পড়ুন- সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য পর্যবেক্ষক নিয়োগ রাজ্য নির্বাচন কমিশনের

নব জোয়ার কর্মসূচিতে তেলুয়ায় জনসভা করতে গিয়েছিলেন অভিষেক। তখনই ওই গ্রামের বৃদ্ধ শিক্ষক নবকুমার গুপ্ত অভিষেকের কনভয়ের সামনে শুয়ে পড়ে ওই রাস্তা তৈরি আবেদন জানিয়েছিলেন। ওই শিক্ষকের সঙ্গে ছিলেন এলাকার মহিলারাও। তখনই অভিষেক তাঁদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি ওই বেহাল রাস্তা পরিদর্শনে যান।

এই বিষয়ে প্রাক্তন শিক্ষক নবকুমার গুপ্ত বলেন, দীর্ঘ কয়েক বছর গ্রামের রাস্তার বেহাল অবস্থা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় এসেছিলেন। তখনই গাড়ির সামনে অভিযোগ জানানোর পরেই সমস্যার আশ্বাস দিয়েছিলেন। অভিষেককে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।

 

 

Related articles

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব।...

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে...
Exit mobile version