Friday, November 28, 2025

গুজরাট দাঙ্গার সঙ্গে সম্পর্কিত বেস্ত বেকারি মামলায় রায় ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ আদালত (Mumbai Special Court)। এই রায়ে অভিযুক্ত হর্ষদ রাওজিভাই সোলাঙ্কি এবং মাফাত মণিলাল গোহিলকে (Harshad Raojibhai Solanki and Mafat Manilal Gohil) খালাস করল আদালত। উল্লেখ্য ২০০২ সালে পয়লা মার্চ রাতে ভদোদরা শহরের সেরা বেকারি লুঠ করে বেকারিতে আগুন ধরিয়ে দেন অভিযুক্তরা, বলেই প্রত্যক্ষদর্শীদের মত । এই অগ্নিসংযোগের ঘটনায় বেকারির ভিতরে থাকা প্রায় ১৪ জন মারা যান। অভিযোগের ভিত্তিতে পুলিশ ২১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কিন্তু গুজরাটের আদালত প্রমাণের অভাবে তাঁদের খালাস ঘোষণা করে। পরবর্তীতে এই মামলা গুজরাট হাইকোর্টেও (Gujrat High court)যায়। এরপর ২০০৪ সালে সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার পিটিশন দাখিল করে, এবং বিষয়টি মহারাষ্ট্রে পাঠানোর নির্দেশ দেয়। মহারাষ্ট্রের বিশেষ আদালতে এই বিষয়ে শুনানি শুরু হয় এবং ২৪ ফেব্রুয়ারি ২০০৬ সালে বেস্ট বেকারি মামলায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত সূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত এ মামলায় খালাস পেয়েছেন ৮ জন। দোষী সাব্যস্ত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কেসে ২০১৩ সালে পলাতক ৪ আসামি ধরা পড়ে। মুম্বইয়ের বিশেষ আদালতে সেই মামলা চলাকালীন দুজন মারা যান এবং বাকি দুই অভিযুক্ত হর্ষদ রাওজি ভাই সোলাঙ্কি এবং মাফাত মনিলাল গোহিলকে আজ আদালত বেকসুর খালাস করে দেয়।

 

Related articles

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...

জুটিতে লুটি! রাঁচিতে রিইউনিয়নের মধ্যেই ধোনি-কোহলির সফর

টেস্ট ক্রিকেটের ভয়াবহ ব্যর্থতার পর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। রাঁচিতে এই ম্যাচ ঘিরে উন্মাদনা...

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...
Exit mobile version