🔹সেনসেক্স ৬৩,১৪৩.১৬ (⬆️ ০.৬৭%)

🔹নিফটি ১৮,৭১৪.১৫ (⬆️ ০.৬২%)
অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার(share market)। গত কয়েক মাস লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখাচ্ছে বাজার। মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে ৬৩ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স(Sensex)। এদিন ৪১৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি(Nifty) বেড়েছে ১১৪ পয়েন্ট। এছাড়াও আজকের দিনে রেকর্ড গড়ে সর্বোচ্চ স্থানীয় উঠেছে এমআরএফের(MRF) শেয়ার। ৫২ সপ্তাহের নিরিখে এক লক্ষের গণ্ডি পার করেছে এই শেয়ার।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। দিনের শেষে দেখা যায় ৪১৮ পয়েন্ট বেড়ে ৬৩ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪১৮.৪৫ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩,১৪৩.১৬। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১১৪.৬৫ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,৭১৪.১৫। অন্যদিকে দেশের সবচেয়ে দামি এমআরএফ-এর শেয়ার রিপোর্ট বলছে, এদিন বাজার খোলার সময় এই শেয়ারের দাম ছিল ৯৯১৫০.২০ টাকা। কিছুক্ষণের মধ্যেই এক লক্ষের গণ্ডি ছাড়িয়ে দাম পৌঁছে যায় ১০০৪৩৯.৯৫। অবশ্য বাজার বন্ধ হওয়ার সময় এই দাম কিছুটা নেমে দাঁড়ায় ৯৯৯৯২.৮৫ টাকায়।
